জামালপুরের ইসলামপুরে ক্লাস্টারভিত্তিক আউশ আবাদ বৃদ্ধির লক্ষে বিনামূল্যে বীজ বিতরণ ও কৃষকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উত্তর সিরাজাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।
ময়মনসিংহ অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ আবু মোঃ এনায়েত উল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মোঃ শাহজাহান কবীর।
এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, , জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ জাকিয়া সুলতানা, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ এ এল এম রেজুয়ানসহ আরও অনেকে।
পরে জন প্রতি পাঁচ কেজি করে স্থানীয় ২শ জন কৃষকদের মাঝে বিনামূল্যে ব্রী ধান ৯৮ এর বীজ বিতরণ করা হয়।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।