আ.লীগকে পুনর্বাসন করে জীবন দিতে হয়েছে জিয়াউর রহমানকে: হাসানাত

নিজস্ব প্রতিবেদক
মোঃ সাইফুল ইসলাম, সিনিয়র স্টাফ রিপোর্টার
প্রকাশিত: শনিবার ২২শে মার্চ ২০২৫ ১০:৩৪ অপরাহ্ন
আ.লীগকে পুনর্বাসন করে জীবন দিতে হয়েছে জিয়াউর রহমানকে: হাসানাত

রাজধানীর শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে শনিবার (২২ মার্চ) বিকেলে আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের দাবিতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঢাকা মহানগর শাখা আয়োজিত বিক্ষোভ সমাবেশে বিএনপির সংশ্লিষ্ট মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ মন্তব্য করেছেন যে, "এখন পর্যন্ত যে বা যারা আওয়ামী লীগকে পুনর্বাসন করেছে, তাদেরকে তার মূল্য দিতে হয়েছে।" তিনি উদাহরণ হিসেবে বলেন, জিয়াউর রহমান আওয়ামী লীগকে পুনর্বাসন করেছিল, তবে তাকে জীবন দিয়ে সেই পরিশোধ দিতে হয়েছে। জামায়াতও একইভাবে আওয়ামী লীগকে পুনর্বাসন করেছে, এবং তাদের নেতাকর্মীদের ফাঁসির মাধ্যমে এর মূল্য পরিশোধ হয়েছে।


হাসনাত আবদুল্লাহ আরও বলেন, "আবার যদি আওয়ামী লীগকে পুনর্বাসন করা হয়, তা হলে আমাদের জীবন দিয়ে তার খেসারত দিতে হবে।" তিনি দাবি করেন, আওয়ামী লীগকে বিচারের মধ্য দিয়ে নিষিদ্ধ করতে হবে, কারণ তাদের রাজনৈতিক দল হিসেবে কোনো পরিচয় নেই এবং তারা ভারতীয় আধিপত্যবাদের অংশ। এসময় তিনি বলেন, "যদি বিচারের মাধ্যমে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যায়, তাহলে তারা আগামী ১০০ বছরেও ফিরে আসতে পারবে না।"


তিনি আরও বলেন, "যারা আওয়ামী লীগকে রেখে ইনক্লুসিভ নির্বাচনের কথা বলেন, তাদের আমরা প্রশ্ন করি, বিগত তিনটি নির্বাচনে ইনক্লুসিভ নির্বাচন কোথায় ছিল?" হাসনাত আবদুল্লাহ উল্লেখ করেন, যে দেশে হাজার হাজার মানুষের রক্তের দাগ শুকায়নি, যেখানে শাপলা, পিলখানা, ভারতীয় আগ্রাসন ও আবরার হত্যাকাণ্ডের বিচার হয়নি, সেখানে আওয়ামী লীগের সাথে নির্বাচন করার কোনো সুযোগ থাকবে না।


সেনাবাহিনীর উদ্দেশ্যে তিনি বলেন, "আপনারা ক্যান্টমেন্টেই থাকুন, আমরা আপনাদের শ্রদ্ধা ও সম্মান জানাই। তবে স্বাধীনতার পর রাজনৈতিক পরিমণ্ডলে সেনাবাহিনী যেভাবে হস্তক্ষেপ করেছে, সেই সুযোগ আর থাকবে না।" তিনি আরও বলেন, "আমরা বিশ্বাস করি, যদি আমরা ঐক্যবদ্ধ থাকি, তাহলে আওয়ামী লীগ আর ফিরতে পারবে না। কিন্তু যদি সেনাবাহিনী আওয়ামী লীগের সাথে আপস করে, তা হলে আমাদের মতো মজলুমদের সাথে বেঈমানি করা হবে।"


এসময় বিক্ষোভ সমাবেশে এনসিপির যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, যুগ্ম আহ্বায়ক মাহিন সরকার, যুগ্ম মুখ্য সংগঠক অ্যাডভোকেট তারিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক আতিক মুজাহিদ, রফিকুল ইসলাম আইনি প্রমুখও বক্তব্য দেন।