প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২১, ২৩:৩৪
জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি যথাযোগ্য মর্যাদায় শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে বরিশালে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। পানিসম্পদ প্রতিমন্ত্রী ও বরিশাল-৫ (সদর) আসনের সংসদ সদস্য কর্ণেল (অবঃ) জাহিদ ফারুকের পক্ষে দলীয় নেতৃবৃন্দ, বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ’র পক্ষে বিসিসি প্যানেল মেয়র ও কাউন্সিলর বৃন্দ, বরিশাল মহানগর ও জেলা আওয়ামী লীগ, বরিশাল মহানগর বিএনপিসহ বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন শহীদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
মঙ্গলবার (১৪ ডিসেম্বর) রাতের প্রথম প্রহর ১২.১ মিনিটে নগরীর ত্রিশ গোডাউন বধ্যভূমিতে শহীদ বুদ্ধিজীবী ও জাতীর শ্রেষ্ঠ সন্তানদের প্রতি প্রথমে বিসিসি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ’র পক্ষে শ্রদ্ধা জানান বিসিসি প্রধান নির্বাহী কর্মকর্তা ফারুক হোসেন, প্যানেল মেয়র গাজী নাঈমুল হাসান লিটু, প্যানেল মেয়র এ্যাড. রফিকুল ইসলাম খোকন, প্যানেল মেয়র আয়শা তৌহিদা লুনাসহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরবৃন্দ। এরপরেই শ্রদ্ধা নিবেদন করে বরিশাল জেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক এ্যাড, তালুকদার মোঃ ইউনুস, সহ-সভাপতি সৈয়দ আনিছুর রহমান, জেলা শ্রমিক লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহজাহান হাওলাদর, জেলা কৃষক লীগ সভাপতি এ্যাড, সাইফুল আলম গিয়াস, শাহাব আহমেদ, কাউয়ম খান কায়সার, জাকির হোসেন সহ বিভিন্ন নেতৃবৃন্দ।
মহানগর আওয়ামীলীগ সভাপতি ও পাবলিক প্রসিকিউটর এ্যাড. জাহাঙ্গির হোসেনের নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করেন যুগ্ম সাধারন সম্পাদক হাসান মাহমুদ বাবু, এ্যাড. গোলাম সরোয়ার রাজিব, সাংগঠনিক সম্পাদক জাহিদুর রহমান মনির মোলা, প্রচার সম্পাদক জিয়াউর রহমান, সাংস্কৃতিক সম্পাদক মিজানুর রহমান, মহানগর নেতা আনোয়ার হোসাইন, বীর মুক্তিযোদ্ধা এম.জি কবির ভুলু সহ বিভিন্ন দলীয় অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
এদিকে সকাল ১১টায় জেলা প্রশাসক দপ্তর সম্মুখে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি নামফলক স্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেন বরিশাল মহানগর বিএনপি আহবায়ক কমিটির আহবায়ক মনিরুজ্জামান খান ফারুক, যুগ্ম আহবায়ক এ্যাড, আলী হায়দার বাবুল, সদস্য সচিব এ্যাড, মীর জাহিদুল কবির জাহিদ, মহানগর স্বেচ্ছাসেবক সভাপতি মাহবুবুর রহমান পিন্টু, সম্পাদক মসিউর রহমান মঞ্জু, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সম্পাদক এ্যাড, আবুল কালাম আজাদ, বিসিসি সাবেক প্যানেল মেয়র আলতাফ সিকদার, সাবেক কাউন্সিলর হাবিুর রহমান টিপু, সাবেক যুবদল আহবায়ক খন্দকার আবুল হাসান লিমন, আ.ন.ম সাইফুল ইসলাম আজিম, জেলা যুবদল সম্পাদক এ্যাড তছলিম উদ্দিন সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের সদস্যবৃন্দ।
বেলা সাড়ে ১১টায় পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্ণেল (অবঃ) জাহিদ ফারুক শামীমের পক্ষে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন মহানগর আওয়ামী যুবলীগের আহবায়ক নিজামুল ইসলাম নিজাম, মাহমুদুল হক খান মামুন, ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান মধু, কাউন্সিলর হুমাউন কবির, কাউন্সিলর শরীফ মোহাম্মদ আনিসুর রহমান, আমির হোসেন বিশ্বাস, রুপাতলী বাস শ্রমিক ইউনিয়ন সভাপতি সুলতান মাহমুদ সহ বিভিন্ন নেতৃবৃন্দ।
অপরদিকে সকাল ১০টায় বধ্যভূমিতে শ্রদ্ধা নিবেদন করেন বরিশাল বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম, জেলা প্রশাসক মোঃ জসীম উদ্দীন হায়দার সহ প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ। এছাড়া শ্রদ্ধা নিবেদন করেন বরিশাল রেঞ্জ ডিআইজি এস.এম আখতারুজ্জামান, অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার সহ বিভিন্ন পুলিশ কর্মকর্তা। এছাড়াও শ্রদ্ধা নিবেদন করেন বরিশাল মেট্রোপলিটন অতিরিক্ত পুলিশ কমিশনার প্রলয় চিসিম সহ উর্ধ্বতন পুলিশ কর্মকতাগণ সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।