প্রকাশ: ৫ মার্চ ২০২২, ৩:৪০
জাতীয় নিরাপত্তা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নাটোর শহরের চকরামপুর এলাকার একটি বেসরকারী ক্লিনিক নাটোর জেনারেল হাসপাতালের অভিযান চালিয়ে নার্স কাম ম্যানেজার শিখা খাতুন (৪০) কে ১৯১ পিস ইয়াবা সহ আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
শনিবার (০৫ মার্চ) বিকেলে নির্বাহী ম্যাজিষ্ট্রেট শাহাদাত হোসেন খান ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আলমগীর হোসেনের নেতৃতে নাটোর জেনারেল হাসপাতালের অভিযান চালিয়ে ১৯১ পিস ইয়াবাসহ শিখা খাতুন কে হাতে নাতে আটক করা হয়। আটককৃত শিখা খাতুন রাজশাহী রাজপাড়া থানার ভাটপাড়ার আব্দুর রহমান প্রামানিকের মেয়ে।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আলমগীর হোসেনের জানান, ‘চিকিৎসা সেবার আড়ালে নাটোর জেনারেল হাসপাতালের বসে দীর্ঘদিন যাবৎ ইয়াবা ব্যবসা করে আসছিলো শিখা খাতুন। আজ শনিবার বিকেলে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদাত হোসেন খান ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নেতৃত্বে অভিযান চালিয়ে ১৯১ পিস ইয়াবাসহ শিখা খাতুন কে আটক করা হয়।
শিখা খাতুনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসের হেফাজতে নেয়া হয়েছে এবং তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা প্রক্রিয়া রয়েছে বলে জানান এই কর্মকর্তা।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট শাহাদাত হোসেন খান জানান, ‘ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে আটককৃতর বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা দায়েরের নির্দেশ দেওয়া হয়েছে।’