পটুয়াখালী জেলার মহিপুর থানার ধুলাসার ইউনিয়নের বেতকাটা পাড়া এলাকায় খালে মাছ ধরতে গিয়ে মং এ চান মাস্টার (৫০) নামের এক রাখাইন সম্প্রদায়ের ব্যক্তি পানিতে ডুবে মারা গেছেন। তিনি ওই এলাকার মৃত অংজু মং-এর পুত্র।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৫ মে) বিকেল আনুমানিক ৩টার দিকে মুসলিম পাড়া এলাকার মসজিদ সংলগ্ন খালে মাছ ধরতে যান মং এ চান। এ সময় খালের পাড়ে অবস্থানকালে হঠাৎ তিনি স্ট্রোক করে পানিতে পড়ে যান। ঘটনাটি প্রত্যক্ষ করেন আশপাশের কয়েকজন স্থানীয় ব্যক্তি। তাদের ডাকচিৎকারে অন্যান্যরা ছুটে এসে মং এ চানকে খাল থেকে উদ্ধার করে তীরে নিয়ে আসেন। তবে তখনই তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হয়।
খবর পেয়ে মহিপুর থানা পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে এবং প্রাথমিক তদন্ত সম্পন্ন করে। মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, “পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এটি আপাতদৃষ্টিতে একটি স্বাভাবিক মৃত্যু মনে হচ্ছে। তবে বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
মং এ চান মাস্টার রাখাইন সম্প্রদায়ের একজন সম্মানিত সদস্য ছিলেন এবং স্থানীয়ভাবে তিনি একজন সদালাপী ও শান্তিপ্রিয় ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এ ঘটনায় তার পরিবারসহ রাখাইন সম্প্রদায়ের সদস্যরা গভীরভাবে শোকাহত। স্থানীয় জনপ্রতিনিধিরা তার পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন।