প্রকাশ: ২৯ মে ২০২৫, ১৮:১৮
বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে বরিশালসহ দক্ষিণাঞ্চলের নদ-নদীগুলোর পানি বিপৎসীমা অতিক্রম করেছে। ফলে উপকূলীয় নিম্নাঞ্চলে প্লাবনের ঝুঁকি তৈরি হয়েছে। বরিশালের পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, বিভাগের গুরুত্বপূর্ণ ১২টি পয়েন্টের মধ্যে ছয়টি নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।