প্রকাশ: ৩ আগস্ট ২০২৫, ১০:৪৩
নওগাঁয় জমিজমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির নামে ভুয়া পরিচয়ে প্রতারণার চেষ্টা চালানোর সময় চারজনকে আটক করেছে পুলিশ। তারা নিজেদের মানবাধিকার কর্মী ও টিভি সাংবাদিক হিসেবে পরিচয় দিয়েছিল। শনিবার বিকেলে সদর উপজেলার চকদৌলত এলাকায় এই ঘটনা ঘটে।
জানা যায়, দুপুরে চকদৌলত এলাকার এক নারী নিলুফার ইয়াসমিনের বাসায় গিয়ে চার ব্যক্তি জমি সংক্রান্ত এক বিরোধ মীমাংসার চেষ্টা চালান। নিজেদের পরিচয় দেন আইনি সহায়তা কেন্দ্র ফাউন্ডেশনের মানবাধিকার কর্মী ও এবিসি বাংলা টিভির সাংবাদিক হিসেবে।
বিরোধ নিষ্পত্তির নামে স্থানীয়দের জড়ো করে নানা প্রশ্ন করা শুরু করেন তারা। তাদের আচরণ সন্দেহজনক মনে হলে বিষয়টি গোয়েন্দা সংস্থা এনএসআইকে জানানো হয়। পরে তাদের তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে চারজনকে আটক করে থানায় নিয়ে যায়।
আটকদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে এবিসি বাংলা টিভির স্টিকার লাগানো একটি গাড়ি, বিভিন্ন ইলেকট্রিক ডিভাইস এবং একাধিক পরিচয়পত্র। পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে, তারা দীর্ঘদিন ধরে ভুয়া পরিচয়ে নানা ছদ্মবেশে প্রতারণা করে আসছিল।
আটক ব্যক্তিরা হলেন সিলেটের সৈয়দ রায়হান (৩৮), বরগুনার কামাল আহমেদ (৪৯), ঢাকার ইমন আমিন (২০) ও শরিয়তপুরের আরিফ বেপারী (৩৬)। তারা দেশের বিভিন্ন জেলার বাসিন্দা হলেও দলবদ্ধভাবে প্রতারণা করে বেড়াতেন।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরে আলম সিদ্দিকী জানান, আটককৃতদের মধ্যে একজন আগে দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তা পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার হয়েছিলেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
তিনি আরও জানান, আটক চারজনকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তাদের অতীত রেকর্ড যাচাই করা হচ্ছে। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এই ঘটনার পর থেকে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভুয়া পরিচয় দিয়ে প্রতারণার ঘটনা বেড়ে যাওয়ায় প্রশাসন ও সচেতন মহল এ ধরনের অপকর্মের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধির তাগিদ দিয়েছে।