নোয়াখালীর বেগমগঞ্জে তিন বছরের শিশু বিবি কুলসুম সুমাইয়ার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১১ আগস্ট) দুপুরে এ ঘটনায় পুলিশ শিশুটির সৎমা শিউলি আক্তারকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে।
পুলিশ জানায়, রোববার বিকেল ৩টার দিকে উপজেলার শরীফপুর ইউনিয়নের খানপুর গ্রামে নুরবক্স চাপরাশি বাড়ি থেকে সুমাইয়ার মরদেহ উদ্ধার করা হয়। নিহত শিশু সৌদি প্রবাসী ফয়সাল আহমদের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, সুমাইয়া তার সৎমা শিউলি আক্তারের সাথে চৌমুহনী পৌরসভার একটি ভাড়া বাসায় থাকতো। শনিবার দুপুরে তুচ্ছ ঘটনায় শিউলি শিশুটিকে মারধর করে এবং পরে ঘুম পাড়িয়ে রাখে। বিকেলে ঘুমের মধ্যে শিশুটি মারা যায়। বিষয়টি সৎমা তার প্রবাসী স্বামীকে জানায় এবং ডাক্তার এনে দেখানো হলে ডাক্তার জানায়, মৃত্যু আরও আগে হয়েছে।
প্রবাসী স্বামীর পরামর্শে সৎমা শিশুর মরদেহ অ্যাম্বুলেন্সে করে গ্রামের বাড়ি খানপুরে নিয়ে যায়। পরদিন সকালে দাফনের প্রস্তুতিকালে স্থানীয়রা শিশুর কানে ও গলায় আঘাতের চিহ্ন দেখে ৯৯৯-এ ফোন করে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান জানান, আঘাতের চিহ্ন থাকার কারণে সৎমাকে গ্রেপ্তার করা হয়। নিহত শিশুর দাদী মারজাহান বেগম বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছেন। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।