প্রকাশ: ১১ আগস্ট ২০২৫, ১৮:৩১
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং জামায়াতে ইসলামের জনপ্রিয়তায় কিছুটা পতন হলেও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমর্থন সাম্প্রতিক সময়ে বৃদ্ধি পেয়েছে—এমন তথ্য উঠে এসেছে ‘ডিআইজিডি পালস সার্ভে’ জরিপে। এই জরিপের ফলাফল সোমবার (১১ আগস্ট) আগারগাঁওয়ের জাতীয় আর্কাইভ মিলনায়তনে প্রকাশিত হয়। ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্ন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট (বিআইজিডি) ও ভয়েস ফর রিফর্ম যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।