প্রকাশ: ১১ আগস্ট ২০২৫, ১৭:৬
দীর্ঘ ১৫ বছর পর নওগাঁ জেলা বিএনপির বহুল প্রত্যাশিত দ্বিবার্ষিক সম্মেলনের উদ্বোধন হয়েছে সোমবার দুপুর ১টায় নওগাঁ কনভেনশন সেন্টারে। সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন বিএনপির রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত ও চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম। উদ্বোধনী পর্বে জাতীয় সংগীত ও দলীয় গান পরিবেশনের মাধ্যমে সম্মান প্রদর্শন করা হয়। স্বাধীনতা যুদ্ধে সকল শহীদ ও জুলাই আন্দোলনের শহীদদের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।