সারাদেশে উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস। সোমবার সকালে রাজধানীসহ জেলা ও উপজেলা পর্যায়ে শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। যুব উন্নয়ন অধিদপ্তর ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এ আয়োজন করে।
তরুণদের নেতৃত্ব, কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নে গুরুত্ব দিয়ে বক্তারা বলেন, যুবশক্তিই দেশের অগ্রযাত্রার মূল চালিকা। অনুষ্ঠানে কর্মদক্ষতা প্রশিক্ষণ, উদ্যোক্তা সহায়তা ও স্বেচ্ছাসেবী কার্যক্রমে যুবদের সম্পৃক্ত করার পরিকল্পনা তুলে ধরা হয়। বিশেষ সেশনগুলোতে আন্তর্জাতিক পর্যায়ের অতিথিরা তরুণদের বৈশ্বিক সুযোগ গ্রহণ ও প্রযুক্তি উদ্ভাবনে অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানান।
আমাদের প্রতিনিধিদের পাঠানো তথ্য:
শফিউল আলম রাজীব, দেবীদ্বার ॥ " প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি " এই স্লোগানকে সামনে রেখে কুমিল্লার দেবীদ্বারে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার (১২ আগস্ট) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে যুব শোভাযাত্রা, শপথবাক্য পাঠ, আলোচনা সভা ও যুব ঋনের চেক বিতরন কার্যক্রম অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ চত্বরে এক বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ হারুনুর রশিদ এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবুল হাসনাত খাঁন। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রায়হানুল ইসলাম, দেবীদ্বার সুজাত আলী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আবু হানিফ, দেবীদ্বার সুজাত আলী সরকারি কলেজের সাবেক জিএস ও সংগঠক আব্দুল আউয়াল ভূঁইয়া, মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক ও সাংবাদিক এবিএম আতিকুর রহমান বাশার, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ সুফিয়া বেগম।
এছাড়াও বক্তব্য রাখেন, যুব উন্নয়নের প্রশিক্ষণ ও ঋন গ্রহন করে সফল উদ্যোক্তা মিতা বেগম, আবুল কাশেম ও রমিজ উদ্দিন। এসময় শপথ বাক্য পাঠ করান যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ হারুনুর রশিদ। ১৫ জন প্রশিক্ষণার্থীর মাঝে ঋনের থেকে বিতরন করা হয়। বিভিন্ন ইউনিয়ন থেকে আসা বিভিন্ন সংগঠক এসময় উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবুল হাসনাত খাঁন বলেন, যুবকদের হাত ধরেই গড়ে উঠবে আগামীর স্বনির্ভর বাংলাদেশ। চাকরির পিছনে না ছুটে প্রশিক্ষণের মাধ্যমে নিজেদের দক্ষ করে গড়ে তোলতে হবে নিজেদের। তাহলে নিজেকে স্বাবলম্বী করার পাশাপাশি অন্যদের কর্মসংস্থানের ব্যবস্থা করা যাবে। দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখতে পারবেন।
তিনি প্রতিপাদ্যের প্রযুক্তি নির্ভর যুবশক্তির বিষয়টি সামনে এনে আরও বলেন, বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদের যুবকদের প্রযুক্তিতে এগিয়ে যেতে হবে। যুব উন্নয়ন অধিদপ্তর আইটি সেক্টরে বিভিন্ন প্রশিক্ষণ প্রদান করেন, আপনারা প্রশিক্ষণের মাধ্যমে নিজেদের দক্ষ করে গড়ে তুলতে পারেন। দক্ষতা থাকলে আজকাল দেশে বসেও আমেরিকাসহ বিভিন্ন উন্নত রাষ্ট্রে অনলাইনে চাকুরীর সুযোগ রয়েছে।
মোস্তাকিন হোসেন, পাঁচবিবি ॥ জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা প্রসাশন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে ১২ আগষ্ট জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস-২৫ পালন করা হয়।
মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা রিয়াজের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্টিত হয়। সভায় শপথ পাঠ, মাদক বিরোধী ও শান্তি শৃঙ্খলা উন্নয়নে জনসচেতনতা মূলক অনুষ্ঠান, যুব সংগঠন নিবন্ধনের সনদ বিতরণ, ঋণের চেক বিতরণ ও আলোচনা সভা অনুষ্টিত হয়।
আলোচনা শেষে উপজেলার শিক্ষিত বেকার যুবকদের মাঝে স্বল্প সুদের ঋণের চেক বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ হাসান আলী, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোছাঃ মাহমুদা খাতুন পপি, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ গোলাম মোস্তফা, মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ ওবায়দুর রহমান, থানার সেকেন্ড অফিসার এসআই মোঃ শহিদুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সাইফুল ইসলাম ডালিম, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব বুলু, প্রেসক্লাবের সভাপতি প্রফেসর আজাদ আলী, জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক আল ইমরান মন্ডল, থানা ছাত্রদলের আহবায়ক ফয়সাল হোসেন আপেল পৌর ছাত্রদলের আহবায়ক রাব্বিউল ইসলাম রকি ও পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রানা হোসেন রাব্বি।
মইনুল হক মৃধা, রাজবাড়ী ॥ 'প্রযুক্তি নির্ভর যুব শক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি' এই প্রতিপাদ্যে রাজবাড়ীর গোয়ালন্দে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস- ২০২৫ উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার (১২ আগস্ট) সকাল ১০ টায় উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে মহাসড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ হাফিজুল হকের সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রুহুল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. নাহিদুর রহমান।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. শাহাদাৎ হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা রায়হানুর হায়দার, উপজেলা নির্বাচন কর্মকর্তা জসিম উদ্দিন, উপজেলা আইসিটি কর্মকর্তা নিজাম উদ্দিন সহ বিভিন্ন দপ্তরের অন্যান্য কর্মকর্তা স্থানীয় যুব সমাজ, বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্য প্রমুখ।
বক্তারা এসময় বলেন, যুবরাই উন্নয়ন ও উৎপাদনের প্রধান হাতিয়ার। তারুণ্যের জয়যাত্রাকে কাজে লাগিয়ে প্রযুক্তিনির্ভর যুবশক্তিকে মানবসম্পদে পরিণত করার লক্ষ্যে কর্মমুখী প্রশিক্ষণ,আত্মকর্মসংস্থান ঋণ, সংগঠনভিত্তিক স্বেচ্ছা ও সেবামূলক কাজে যুবদের সম্পৃক্ত করতে হবে।’
আলোচনা সভা শেষে প্রধান অতিথি জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষ্যে শপথ বাক্য পাঠ করান। পরে আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ১৯ জন যুবকের মাঝে ঋণের চেক বিতরণ করা হয়।
গোলাম রব্বানী, হাকিমপুর ॥ ১২ আগষ্ট আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে দিনাজপুরের হাকিমপুর হিলিতে জামায়াতে ইসলামীর যুব বিভাগের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১২ আগষ্ট) উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে যুব বিভাগের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা যুব বিভাগের সভাপতি মোঃ সবিরুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় মজলিসের শূরা সদস্য ও দিনাজপুর-৬ আসনের জামায়াতের মনোনীত প্রার্থী মাওলানা মোঃ আনোয়ারুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর মোঃ আমিনুল ইসলাম, পৌর যুব বিভাগের যুগ্ম আহবায়ক আহমেদ ইয়াসির আরাফাত, আব্দুর রাজ্জাক, মেহেদী হাসান, আব্দুর রশিদ মাষ্টার সহ আরও অনেকে।
আলোচনা সভায় বক্তারা বলেন, ন্যায় ও ইনসাফের দেশ পরিচালনার জন্য আগামী জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীককের জয় লাভের জন্য যুবকদের ঐক্যবদ্ধ হতে হবে। আগামীর জাতীয় সংসদ চলবে কোরআনের আইনে এবং ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠায় সবাইকে এক সাথে কাজ করার আহবান জানানো হয়।
রিফাত হোসাইন সবুজ, নওগাঁ ॥ জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে নওগাঁর স্বেচ্ছাসেবী যুব সংগঠন ক্রিকেটসিয়া ইয়ুথ ফাউন্ডেশন মঙ্গলবার সকালে বর্ণাঢ্য আয়োজনে দিনটি উদযাপন করেছে। দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা, বৃক্ষরোপণ কর্মসূচি, বিনামূল্যে মেডিকেল ক্যাম্প এবং রক্তের গ্রুপ নির্ণয় কার্যক্রম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁর সিনিয়র যুব সংগঠক মোঃ ফজলুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি সোহাগ গাজীউল, সাধারণ সম্পাদক মোঃ আজিজুল ইসলাম রিজভী, সাংগঠনিক সম্পাদক ফেরদৌস আহমেদ সবুজ, অর্থ সম্পাদক মাহফুজ আলম, প্রচার ও প্রকাশনা সম্পাদক নাকিব আল হাসান, সদস্য মাসুম সরদার জয়, অপূর্ব, স্বচ্ছ রহমানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সদস্যরা।
প্রধান অতিথি ফজলুল হক বলেন, “যুব সমাজই দেশের চালিকাশক্তি। তাদের স্বপ্ন, উদ্যম ও সৃজনশীলতা একটি জাতিকে এগিয়ে নিতে পারে। ক্রিকেটসিয়া শুধু ক্রীড়ায় নয়, সামাজিক কর্মকাণ্ডেও যে অগ্রণী ভূমিকা পালন করছে, আজকের আয়োজন তার প্রমাণ।”
দিনের কর্মসূচি পরিদর্শন করেন নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সোহেল রানা এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক, উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) সাদিয়া আফরিন। তারা আয়োজকদের ধন্যবাদ জানিয়ে যুব সমাজকে ইতিবাচক কাজে সম্পৃক্ত করার জন্য ক্রিকেটসিয়ার উদ্যোগকে সাধুবাদ জানান।
অনুষ্ঠানের শেষে অতিথিবৃন্দ ও অংশগ্রহণকারীদের নিয়ে এক মিলনমেলার আয়োজন করা হয়। সেখানে ক্রীড়া, সংস্কৃতি ও সমাজ উন্নয়ন বিষয়ে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়।