প্রকাশ: ১৩ আগস্ট ২০২৫, ১০:৫৬
নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ও বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসকে মালয়েশিয়া ন্যাশনাল ইউনিভার্সিটি (ইউকেএম) থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করা হয়েছে। বুধবার (১৩ আগস্ট) সকালে কুয়ালালামপুরে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে তিনি এই ডিগ্রির সনদ গ্রহণ করেন।
উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে লাল গালিচা সংবর্ধনা দেন। শান্তিতে নোবেলজয়ী এই অর্থনীতিবিদের সম্মানে আয়োজিত অনুষ্ঠানে মালয়েশিয়ার বিশিষ্ট শিক্ষাবিদ, নীতি-নির্ধারক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং বাংলাদেশের প্রধান উপদেষ্টার সফরসঙ্গীরা উপস্থিত ছিলেন।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়, ড. ইউনূসের সামাজিক ব্যবসা প্রসারে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এ সম্মাননা প্রদান করা হয়েছে। তার দীর্ঘদিনের অবদান মানবকল্যাণ ও দারিদ্র্য বিমোচনে বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছে।
ডিগ্রিসনদ গ্রহণের পর প্রধান উপদেষ্টা ড. ইউনূস অনুষ্ঠানে বক্তব্য রাখেন। তিনি মানবকল্যাণমূলক উদ্যোগ এবং সামাজিক ব্যবসার গুরুত্বের উপর জোর দেন এবং আগামী দিনে এ ক্ষেত্রে আরও কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
ড. ইউনূসের প্রতি বিশ্ববিদ্যালয়ের এই সম্মাননা তাকে আন্তর্জাতিক মঞ্চে আরও উৎসাহ দেবে বলে আশা করা হচ্ছে। সামাজিক ব্যবসার মাধ্যমে দারিদ্র্য বিমোচন ও সমান সুযোগ সৃষ্টি করার ক্ষেত্রে তার পথচলা বিশ্বে অনুকরণীয়।
উল্লেখ্য, ড. মুহাম্মদ ইউনূস ২০০৬ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠার মাধ্যমে ক্ষুদ্রঋণের ধারণাকে জনপ্রিয় করে তোলার জন্য। বাংলাদেশে এবং বিশ্বব্যাপী দারিদ্র্য কমানোর ক্ষেত্রে তার অবদান অসাধারণ।
এই ডক্টরেট ডিগ্রির মাধ্যমে মালয়েশিয়া ন্যাশনাল ইউনিভার্সিটি তার উদ্ভাবনী সামাজিক ব্যবসা মডেল ও মানবকল্যাণের ক্ষেত্রে অবদানকে সম্মানিত করেছে। ড. ইউনূসের জন্য এটি নতুন এক গৌরবের মুহূর্ত।
আসন্ন সময়ে তার নেতৃত্বে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার সামাজিক উন্নয়ন এবং অর্থনৈতিক স্থিতিশীলতা অর্জনের জন্য নিরলস কাজ চালিয়ে যাবে বলে আশা করা হচ্ছে। মালয়েশিয়ায় এই সম্মাননা তার কাজের স্বীকৃতির একটি গুরুত্বপূর্ণ প্রমাণ।