মৌলভীবাজারে দায়িত্ব পালনরত অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। তাঁর নাম আলমগীর হোসেন ভূঁইয়া। তিনি এসআই (সশস্ত্র) পদে কর্মরত ছিলেন।
সোমবার বেলা পৌনে পাঁচটার দিকে মৌলভীবাজার জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। জেলা পুলিশের মিডিয়া সেল সোমবার রাত আটটায় এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ দুঃখজনক খবর নিশ্চিত করে।
ঘটনার বিস্তারিত তুলে ধরে পুলিশ সূত্রে জানা যায়, সোমবার দুপুরে শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর ইউনিয়নে অবস্থিত পুলিশ ক্যাম্পে দায়িত্ব পালনকালে হঠাৎ করেই তিনি অসুস্থ বোধ করেন। তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকায় সহকর্মীরা তাঁকে দ্রুত জেলা হাসপাতালে নিয়ে যান।
হাসপাতালে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে পরীক্ষা করেন। দুর্ভাগ্যবশত, চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর আকস্মিক মৃত্যুতে পরিবার, সহকর্মী এবং আত্মীয়স্বজনের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
১৯৯২ সালে বাংলাদেশ পুলিশে কনস্টেবল পদে যোগদানের মাধ্যমে আলমগীর হোসেন ভূঁইয়ার সরকারি চাকরিজীবন শুরু হয়। দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে তিনি সুনাম ও নিষ্ঠার সাথে তাঁর দায়িত্ব পালন করেছেন।
নিহত এই পুলিশ সদস্যের বাড়ি চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলায়। তিনি দুই কন্যা ও এক পুত্র সন্তানের জনক। তাঁর আকস্মিক প্রয়াণে পরিবর পরিজন শিশু সন্তান নিয়ে চিন্তা আরও বেড়েছে।