রাজবাড়ীর কালুখালীতে র্যাব-১০ এর বিশেষ অভিযানে ১৯ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) গভীর রাতে এ অভিযান চালানো হয়।
র্যাব সূত্রে জানা গেছে, মধ্যরাত ২টার দিকে সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কালুখালীর বোয়ালিয়া ইউনিয়নের সোনাপুর মোড় এলাকায় চেকপোস্ট বসায়। এ সময় মেহেরপুর থেকে আসা একটি সাদা মাইক্রোবাস তল্লাশি করে ১৯ কেজি গাঁজা জব্দ করা হয়। জব্দকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় পাঁচ লক্ষ সত্তর হাজার টাকা।
অভিযানে আটক দুজন হলেন মেহেরপুর সদর উপজেলার শোলমারী গ্রামের মোঃ তোফাজ্জল (৪৫) এবং দিঘীরপাড় গ্রামের মোঃ রিজন (২১)। র্যাব জানায়, তারা দীর্ঘদিন ধরে গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্য সংগ্রহ করে রাজবাড়ীসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করছিল।
র্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার জানান, গ্রেফতারকৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে কালুখালী থানায় হস্তান্তর করা হয়েছে।
স্থানীয়রা জানান, এ অভিযানে এলাকায় স্বস্তি ফিরে এসেছে। তারা মনে করেন, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকলে যুব সমাজ রক্ষা পাবে।