খাগড়াছড়ির মহালছড়ি উপজেলায় টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে আকস্মিক বন্যার সৃষ্টি হয়েছে। এতে শতাধিক পরিবার পানিবন্দি অবস্থায় নাকাল হয়ে পড়েছে। হঠাৎ ঘরবাড়ি প্লাবিত হওয়ায় দুর্গত মানুষেরা চরম দুর্ভোগে পড়েন।
শুক্রবার উপজেলা প্রশাসনের উদ্যোগে নৌকাযোগে দুর্গত গ্রামগুলোতে গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ঘরে ঘরে ত্রাণ পৌঁছে দেওয়া হয়। চাল, ডাল, তেল, লবণ ও শুকনো খাবারসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী হাতে পেয়ে ক্ষতিগ্রস্ত মানুষজন কিছুটা স্বস্তি ফিরে পান।
ত্রাণ বিতরণ কার্যক্রমে জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু রায়হান সরাসরি অংশ নেন। এ সময় উপজেলা থানা অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সুমন মিয়া, মহালছড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ ছানোয়ার হোসেন এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ হেলাল উদ্দিন উপস্থিত ছিলেন।
ক্ষতিগ্রস্তরা জানান, আকস্মিক বন্যার কারণে তারা ঘরবাড়ি ও জীবনযাত্রায় বিপর্যস্ত হয়ে পড়েছিলেন। তবে প্রশাসনের এই ত্রাণ সহায়তা তাদের টিকে থাকার লড়াইয়ে নতুন আশার সঞ্চার করেছে।
সচেতন মহল মনে করছে, শুধুমাত্র ত্রাণ বিতরণে সমস্যার সমাধান হবে না। দ্রুত পুনর্বাসন কার্যক্রম ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ জরুরি। পাশাপাশি জনপ্রতিনিধি ও সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছে তারা।