প্রকাশ: ৩ নভেম্বর ২০২৪, ১৭:৩০
রাজধানী ঢাকা: শনিবার (২ নভেম্বর) রাতে খিলক্ষেত এলাকা থেকে গাড়িতে বসে মদ পান করার অভিযোগে এক নারীকে আটক করেছে পুলিশ। অভিযানের সময় তাকে বহনকারী প্রাইভেট কারটিও জব্দ করা হয়েছে।
স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে, উত্তরা আর্মি ক্যাম্প, ট্রাফিক পুলিশ এবং ক্ষিলখেত থানার পুলিশের যৌথ অভিযানে নারীর বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়া হয়। আটক নারীর গাড়িতে চালকসহ আরও দুইজন উপস্থিত ছিলেন, তবে তারা কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পুলিশের অভিযানে গাড়ির ভেতর থেকে ২ ক্যান বিদেশি বিয়ার, একটি কাচের বোতলে ২০০ গ্রাম বিদেশি মদ এবং মদ পানের জন্য ব্যবহৃত স্বচ্ছ গ্লাস উদ্ধার করা হয়। প্রাইভেট কারটিও জব্দ করা হয়।
এছাড়াও, এই যৌথ অভিযানে ট্রাফিক আইন লঙ্ঘনের কারণে ৯২টি মামলায় মোট ২ লাখ ২২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জব্দ করা হয়েছে ৬টি গাড়ি। অধিকাংশ মামলা চালকদের লাইসেন্স, গাড়ির ফিটনেস, এবং মোটরসাইকেল চালকদের হেলমেট পরিধান না থাকার কারণে করা হয়।
পুলিশ বলছে, এই ধরনের অভিযান শহরে আইনশৃঙ্খলা রক্ষায় কার্যকর ভূমিকা পালন করছে। অভিযানের ফলে সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তা ও সচেতনতা বৃদ্ধি পাবে বলে তারা আশা প্রকাশ করেছেন।