ক্রিকেটারদের ফিটনেস লেভেল খুবই খারাপ, বললেন পাপন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: শুক্রবার ২৭শে সেপ্টেম্বর ২০১৯ ০৯:৪২ অপরাহ্ন
ক্রিকেটারদের ফিটনেস লেভেল খুবই খারাপ, বললেন পাপন

আগামী অক্টোবরের প্রথম সপ্তাহ থেকে শুরু হবে জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) ২০১৯-২০ মৌসুমের খেলা। তবে এই টুর্নামেন্টের জন্য নতুন নিয়ম করা হয়েছে। জাতীয় লিগে খেলতে হলে ফিটনেস পরীক্ষার বিপ টেস্টে এবার ১১ নম্বর পেতে হবে। আগে যেটা ছিল ৮-৯ পয়েন্ট।


শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন সাংবাদিকদের জানান, প্রধান কোচ রাসেল ডমিঙ্গোও খেলোয়াড়দের ফিটনেস নিয়ে সন্তুষ্ট নন। তিনি বলেন, ‘জাতীয় দলে এখন আমাদের মূল সমস্যা হচ্ছে ফিটনেস। খেলোয়াড়দের ফিটনেস লেভেল খুবই খারাপ। কোচ এসে বলছে তোমাদের খেলোয়াড়দের এটা কি ধরনের ফিটনেস? এমন ফিটনেস তো আন্তর্জাতিক লেভেলে দেখিনি। আমি দক্ষিণ আফ্রিকায় ছিলাম সেখানে তো কখনো দেখিনি।' 

তবে ফিটনেস নিয়ে নতুন পরিকল্পনার কথাও জানিয়েছেন তিনি, 'হঠাৎ করে তো এখন আর বাড়াতে পারবো না আমরা। ১৩-তে বা উপরে উঠতে পারছি না। যেখান থেকে খেলোয়াড়রা উঠে আসে সেখানে যদি লেভেলটা ঠিক না করি তাহলে এটা তো ৯-১০ পর্যন্ত আসবে জাতীয় দলে। তাহলে আমাদের কোনো লাভ হচ্ছে না। সে কারণে চেষ্টা করা হচ্ছে।’

এসময় বিসিবি সভাপতি আরও জানান, ‘আমরা বুঝে-শুনেই এমন সিদ্ধান্ত নিয়েছি। ফিটনেস অনেক গুরুত্বপূর্ণ বিষয়। সবারই এটার প্রতি নজর দিতে হবে। আমাদের দলের ফিটনেস লেভেলে অবশ্যই উন্নতি করতে হবে।