খুলনা সরকারি ব্রজলাল কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
অনাথ মন্ডল উপজেলা প্রতিনিধি , শাম্যনগর (সাথক্ষীরা)
প্রকাশিত: বৃহঃস্পতিবার ২৪শে ফেব্রুয়ারি ২০২২ ০৪:৫৮ অপরাহ্ন
খুলনা সরকারি ব্রজলাল কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

খুলনা সরকারি ব্রজলাল কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২২ এর শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২৪ শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল ৯ টায় ব্রজলাল কলেজের মাঠ প্রাঙ্গণে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।


ব্রজলাল কলেজের অধ্যক্ষ প্রফেসর শরীফ আতিকুজ্জামান এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে উপস্থিত থেকে শুভ উদ্বোধন করেন খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক। 


উক্ত ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রফেসর সমীর কুমার দেব, মহানগর আওয়ামিলীগের যুবক্রিড়া বিষয়ক সম্পাদক শেখ ফারুক হাসান হিটলু, মহানগর ছাত্রলীগের সহ সভাপতি সৌরভ আঁশ, তাজুল ইসলাম তাজ, রিপন মোড়ল, যুগ্ম-সাধারণ সম্পাদক রেজওয়ান মোড়ল,সাংগঠনিক সম্পাদক আল-আমীন হাওলাদার, ব্রজলাল কলেজ ছাত্রলীগের সভাপতি রাকিব মোাড়ল, সাধারণ সম্পাদক নিশাত ফেরদৌস অনি,সহ-সভাপতি সানকিং মন্ডল, সহ-সম্পাদক শ্রীনাথ দেওয়ান, প্রচার সম্পাদক অসিত নারায়ণ কয়াল সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।