ঈদের দিনেও গাজায় ইসরায়েলি হামলা, নিহত ১২২

নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: বৃহঃস্পতিবার ১১ই এপ্রিল ২০২৪ ১২:৩৬ অপরাহ্ন
ঈদের দিনেও গাজায় ইসরায়েলি হামলা, নিহত ১২২

বিশ্বজুড়ে যখন মুসলমানেরা মেতেছেন ঈদের আনন্দে, তখন গাজাবাসীর ঈদ কাটছে চরম আতঙ্কে।


পবিত্র ঈদুল ফিতরের দিনও গাজায় হামলা চালিয়েছে ১২২ ফিলিস্তিনিকে হত্যা এবং আরো ২৫৬ জন আহত করেছে ইসরায়েলি বাহিনী। খবর: আলজাজিরার।


গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বুধবার গাজার বিভিন্ন স্থানে হামলা চালিয়ছে ইসরায়েলি বাহিনী। এসব ঘটনায় নিহত হয়েছেন ১২২ জন এবং আহত হয়েছেন আরও ৫৬ জন। এতে উপত্যকায় নিহতের সংখ্যা ৩৩ হাজার ৪৮২ জন এবং আহতের সংখ্যা ৭৬ হাজার ৪৯ জন পৌঁছেছে।


তবে, নিহতের সংখ্যা আরো বেশি হতে পারে। কারণ এখনো পর্যন্ত আট হাজার লোক নিখোঁজ রয়েছে। ধারণা করা হচ্ছে অনেকে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন।


এদিকে, গাজায় সাধারণ মানুষের জন্য সাহায্য বাড়ানোর জন্য ইসরায়েলকে চাপ দেয়ার কথা ভাবছে ফ্রান্স এবং হিউম্যান রাইটস ওয়াচ। তারা জানিয়েছে, গাজায় সাহায্য বাড়াতে নিষেধাজ্ঞার মাধ্যমে ইসরায়েলকে চাপ দেয়া যেতে পারে। এর মধ্যেই ইসরায়েলের ওপর রপ্তানি নিষেধাজ্ঞা জারি করেছে তুরস্ক।


উল্লেখ্য, ৭ অক্টোবর থেকে শুরু হওয়া এ যুদ্ধে গত ছয় মাসের যুদ্ধে ৩৩ হাজারেরও বেশি ফিলিস্তিতিন নিহত হয়েছে। নিহতদের মধ্যে বেশির ভাগই নারী ও শিশু। আহত হয়েছেন আন্তত ৭৬ হাজারেরও বেশি মানুষ।


অন্যদিকে ইসরায়েল দাবি করেছে, হামাসের হাতে তাদের ১ হাজার ২০০ জন ইসরায়েলি নিহত হয়েছেন। আর আহতের সংখ্যা ৮ হাজার।