প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৫, ২০:২৯
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চলতি বছরের নোবেল শান্তি পুরস্কার পাওয়ার জন্য তাবেদারদের মাধ্যমে চরম প্রচারণা চালাচ্ছেন। তিনি দাবি করেছেন, ক্ষমতায় আসার পর ৬–৭টি যুদ্ধ বন্ধ করেছেন এবং রুশ-ইউক্রেন ও হামাস-ইজরায়েল যুদ্ধও থামাতে প্রস্তুত। এমন অবস্থায় নোবেল কমিটির পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে, বাইরের চাপ তাদের সিদ্ধান্তকে প্রভাবিত করতে পারে না।