ক্ষমা চাইল ইরান!

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: শনিবার ১১ই জানুয়ারী ২০২০ ০৭:১১ অপরাহ্ন
ক্ষমা চাইল ইরান!

যুক্তরাষ্ট্রের হঠকারী সিদ্ধান্তে ইরানি জেনারেল সোলাইমানি হত্যাকাণ্ডের জেরে ইরানে ইউক্রেনের বিমান বিধ্বস্তের মতো ‘মানবীয় ভুল’ হয়েছে বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট হাসান রুহানি। 

তিনি বলেছেন, ‘আমাদের জনগণ, নিহতদের পরিবার ও অন্যান্য আক্রান্ত দেশগুলোর কাছে আমরা অনুতপ্ত, ক্ষমাপ্রার্থী ও গভীর শোক প্রকাশ করছি।’ প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, বিমান বিধ্বস্তের বিপর্যয়কর ভুলে ইসলামি প্রজাতন্ত্র ইরান গভীরভাবে অনুতপ্ত।

শনিবার (১১ জানুয়ারি) এক টুইটবার্তায় তিনি বলেন, সশস্ত্র বাহিনীর অভ্যন্তরীণ তদন্তে এই সিদ্ধান্তে আসা হয়েছে যে মানবীয় ভুলে দুঃখজনকভাবে ইউক্রেনীয় বিমানে ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। এতে ১৭৬ জন নিরপরাধ লোকের মৃত্যু হয়েছে।

এদিকে বিমানটি ইরানের ভুলে বিধ্বস্ত হয়েছে বলে স্বীকার করে দেশটির পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ বলেছেন, এতে গভীর অনুশোচনা, ক্ষমা ও শোকপ্রকাশ করেছে তার দেশ। এক টুইটবার্তায় তিনি বলেন, এটি একটি বেদনাদায়ক দিন। যুক্তরাষ্ট্রের হঠকারিতায় ডেকে আনা বিপর্যয়ের কারণেই মানবীয় ভুলে এই সংকট তৈরি হয়েছে।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব