প্রকাশ: ২৯ এপ্রিল ২০২১, ১৬:৪১
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনকালীন প্রশাসনের নিরপেক্ষতা নিশ্চিত করতে পুলিশ সুপার (এসপি) ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) লটারির মাধ্যমে বদলি করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। বুধবার (৬ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ বৈঠক শেষে তিনি এ কথা জানান। বৈঠকটি ছিল নির্বাচনকালীন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মপরিকল্পনা প্রণয়ন সংক্রান্ত। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন,
ত্রয়োদশ জাতীয় নির্বাচন আয়োজনে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দেওয়া হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। বুধবার (৬ আগস্ট) সচিবালয়ে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি ও অর্থনৈতিক বিষয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। অর্থ উপদেষ্টা বলেন, “নির্বাচনের বাজেট নিয়ে আমাদের কোনো সংকট নেই। প্রয়োজনীয় অর্থ যথাসময়ে দেওয়া হবে।” তিনি আরও জানান, নির্বাচন
আগামী ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আয়োজন সামনে রেখে নির্বাচন কমিশন (ইসি) প্রস্তুতি শুরু করেছে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বুধবার দুপুরে আগারগাঁওয়ে ইসি ভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এ তথ্য জানান। তিনি বলেন, নির্বাচন কমিশন এখন থেকেই সক্রিয়ভাবে নির্বাচন পরিচালনার প্রস্তুতি নিচ্ছে, যদিও সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক চিঠি এখনও পাওয়া যায়নি। তবে আশা করা
সরকার বাংলাদেশ পুলিশের ডিআইজি, অতিরিক্ত ডিআইজি এবং পুলিশ সুপার পদমর্যাদার ৭৬ জন কর্মকর্তাকে রদবদল করেছে। বুধবার (৬ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে এসব কর্মকর্তাকে নতুন কর্মস্থলে পাঠানো হয়েছে, যারা এতদিন বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে দায়িত্ব পালন করছিলেন। রদবদলকৃত কর্মকর্তাদের মধ্যে ১০ জন ডিআইজি, ৪৬ জন অতিরিক্ত ডিআইজি, ১২ জন পুলিশ
বিগত তিন জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে একযোগে দায়িত্ব পালনকারী নির্বাহী ম্যাজিস্ট্রেটদের বিস্তারিত তথ্য চেয়েছে নির্বাচন কমিশন (ইসি)। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-এর অনুরোধের পরিপ্রেক্ষিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। ইসির পক্ষ থেকে সংশ্লিষ্ট বিভাগ ও জেলা প্রশাসকদের কাছে এ বিষয়ে নির্দেশনা পাঠানো হয়েছে। সম্প্রতি ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত একটি চিঠিতে এ তথ্য জানানো হয়। চিঠিতে বলা হয়েছে, ২০১৪,