প্রকাশ: ৭ আগস্ট ২০২৫, ১২:৫৬
জুলাই অভ্যুত্থানের শহিদদের তালিকা থেকে আটজনের নাম বাদ দিয়ে নতুন করে গেজেট প্রকাশ করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। ৬ আগস্ট বুধবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে মন্ত্রণালয়ের গেজেট অধিশাখা। এতে বলা হয়েছে, পূর্বে ঘোষিত গেজেটে ভুলক্রমে অন্তর্ভুক্ত হওয়া আটজন ব্যক্তির নাম বাতিল করা হয়েছে।
গেজেট থেকে যাদের নাম বাদ পড়েছে তারা হলেন- টাঙ্গাইলের মো. খলিলুর রহমান তালুকদার (গেজেট নম্বর ২২৯), ঢাকার রামপুরার মুসলেহ উদ্দিন (গেজেট নম্বর ২২৪), নরসিংদীর জিন্নাহ মিয়া (গেজেট নম্বর ৩৭৫), ঢাকার দৌলতখানের শাহ জামান (গেজেট নম্বর ৬১১), ঢাকা সাভারের মো. রনি (গেজেট নম্বর ৭৬৬), নারায়ণগঞ্জের তাওহিদুল আলম জিসান (গেজেট নম্বর ৮১৮), পটুয়াখালীর বশির সরদার (গেজেট নম্বর ৮২৩) এবং শরীয়তপুরের বাধন (গেজেট নম্বর ৮৩৬)।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ‘জুলাই গণঅভ্যুত্থানে শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন অধ্যাদেশ, ২০২৫’-এর (খ) ধারা এবং ‘রুলস অব বিজনেস’ অনুযায়ী এসব নাম বাতিল করা হয়েছে।
এই সিদ্ধান্তকে কেন্দ্র করে সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা শুরু হয়েছে। অনেকেই প্রশ্ন তুলেছেন, প্রাথমিক যাচাই-বাছাই ছাড়াই কীভাবে এসব নাম প্রথমে অন্তর্ভুক্ত করা হয়েছিল।
একাংশ বলছে, শহিদের মর্যাদা পাওয়া একটি গৌরবের বিষয়। সেখানে যাচাই ছাড়া নাম যোগ করে পরে বাতিল করা শহিদদের পরিবারের জন্য অপমানজনক হতে পারে। অন্যদিকে, সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, একটি স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে যাচাই করে ভুল সংশোধন করা হয়েছে।
মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, যাচাই-বাছাই কমিটির সুপারিশে ভিত্তি করে এই প্রজ্ঞাপন জারি করা হয়েছে। তাদের মতে, প্রকৃত শহিদদের যথার্থ সম্মান নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত।
এ বিষয়ে নতুন তালিকাটি সরকারি ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। জনসাধারণ সেখানে গিয়ে যাচাই করতে পারবেন কোন কোন নাম বাতিল হয়েছে এবং বর্তমানে বৈধ শহিদ তালিকায় কারা রয়েছেন।এই ঘটনাকে কেন্দ্র করে আবারও শহিদদের তালিকা নিয়ে স্বচ্ছতা ও দায়িত্বশীলতার দাবি জোরালো হয়েছে।