প্রকাশ: ২৯ আগস্ট ২০২৫, ১৮:৫
বাংলাদেশে সাম্প্রতিক ছাত্র-জনতার গণঅভ্যুত্থান দেশের রাজনীতিতে নতুন করে গণতান্ত্রিক চর্চার দ্বার উন্মুক্ত করেছে। বক্তারা মনে করছেন, দেশ এখন গণতান্ত্রিক ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়ায় এগিয়ে চলেছে।
শুক্রবার রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে অনুষ্ঠিত ‘বেঙ্গল ডেল্টা কনফারেন্স ২০২৫’-এর উদ্বোধনী অনুষ্ঠানে এই অভিমত ব্যক্ত করেন দেশি-বিদেশি নীতিনির্ধারক ও বিশেষজ্ঞরা।
প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেন, “আমরা পুরনো রাজনৈতিক ব্যবস্থায় ফিরতে চাই না। তরুণরা যেন রাজনৈতিকভাবে সচেতন থাকে, সেটাই আমাদের প্রত্যাশা।”
মালয়েশিয়ার সাবেক শিক্ষামন্ত্রী অধ্যাপক মাজলি বিন মালিক বলেন, “গণঅভ্যুত্থানের মাধ্যমে গণতান্ত্রিক সংস্কৃতি ফিরিয়ে আনা হয়েছে। সরকার বিভিন্ন স্টেকহোল্ডারের সঙ্গে সংলাপ করছে, যা ইতিবাচক সংকেত।”
ভারতীয় সাংবাদিক সিদ্ধার্থ ভারদারাজান উল্লেখ করেন, “বাংলাদেশ তার ভবিষ্যৎ অর্থনীতি নিয়ে নতুন দৃষ্টিভঙ্গি গ্রহণ করেছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক ইস্যুতে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য অর্থনৈতিক রূপান্তরের ইঙ্গিত দিচ্ছে।”
ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম বলেন, মুক্তিযুদ্ধের পর বহুবার স্বপ্ন দেখেছি, কিন্তু শক্তিশালী প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে তুলতে না পারায় স্বপ্ন ভেঙে গেছে। এবারের গণঅভ্যুত্থান আবার নতুন স্বপ্ন দেখাচ্ছে।
নেপালের সাবেক মন্ত্রী ড. দীপক গাওয়ালি তরুণদের প্রতি আহ্বান জানান, নতুন বাংলাদেশ গড়ার স্বপ্নের পাশাপাশি জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় উদ্যোগী হতে।
উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খানসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরাও উপস্থিত ছিলেন। দুই দিনব্যাপী সম্মেলনের আয়োজন করেছে ঢাকা ইনস্টিটিউট অব রিসার্চ অ্যান্ড অ্যানালিটিক্স (দায়রা)।