বিয়ের কথা ভাবা ছেড়েই দিয়েছেন জিয়া

নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: বুধবার ২৩শে জানুয়ারী ২০১৯ ০৪:১২ অপরাহ্ন
বিয়ের কথা ভাবা ছেড়েই দিয়েছেন জিয়া

বিশ্বের সবচেয়ে লম্বা মানুষের চেয়ে মাত্র তিন ইঞ্চি কম লম্বা এই তরুণ জিয়া বলেন, বিয়ের কথা ভাবা ছেড়েই দিয়েছেন তিনি। পাকিস্তানে ২৩ বছর বয়সী তরুণ জিয়া রশিদ। আট ফুট উচ্চতার কারণে এ তরুণ কনে খুঁজে না পাওয়ায় বেশ বিপত্তির মধ্যেই রয়েছেন। সম্প্রতি ডেইলি মেইলে দেয়া এক সাক্ষাতকারে তার মনের এ দু:খের কথা জানিয়েছেন বিশ্বের সবচেয়ে লম্বা মানুষের চেয়ে মাত্র তিন ইঞ্চি কম লম্বা এই তরুণ জিয়া। বেশ দু:খের সাথেই সাক্ষাতকারটিতে তিনি বলেন, ‘পরিবার থেকে আমাকে বিয়ে দেয়ার জন্য খুবই চেষ্টা করছে। কিন্তু লম্বা তেমন কোনো পাত্রীই পাচ্ছিনা, আবার যাদের একটু পছন্দ হয়, সেইসব পরিবার থেকেও সাড়া মেলে না।’ সেজন্য তিনি নাকি বিয়ের কথা ভাবা ছেড়েই দিয়েছেন।তবে শুধু বিয়েই নয়, পোশাক নিয়েও বিপত্তির মুখে থাকেন বলে বলে জানান কনে খুঁজছেন এই পাঞ্জাব প্রদেশের তরুণ।  

তিনি আরো জানান, আর সাধারণ সব শিশুর মত স্বাভাবিকভাবেই বেড়ে উঠছিলেন। হঠাৎ করেই ১০ বছরের পর থেকে তার উচ্চতা অস্বাভাবিকভাবে বাড়তে থাকে। সেসময় চিকিৎসকরা তার শরীরে পর্যাপ্ত ক্যালসিয়ামের অভাবেই উচ্চতা বৃদ্ধির কথা বলেন। একই সাথে প্রচুর ক্যালসিয়াম খাওয়ার জন্য উপদেশ দেন।তবে তাতে কোনো লাভ হয়নি বলেও জানান জিয়া।

ইনিউজ ৭১/এম.আর