প্রকাশ: ১২ জুন ২০২৫, ২২:১
বরিশালে এক সংবাদ সম্মেলনে ন্যূনতম সংস্কারের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠানের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে আমার বাংলাদেশ (এবি) পার্টি। বৃহস্পতিবার (১২ জুন) বেলা ১১টার দিকে বরিশাল প্রেসক্লাব মিলনায়তনে জেলা ও মহানগর শাখার যৌথ উদ্যোগে অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে দলের সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ এ বক্তব্য দেন।