আল্লাহর দিকে ফিরে আসার গুরুত্ব

নিজস্ব প্রতিবেদক
ধর্ম ডেস্ক
প্রকাশিত: বুধবার ৭ই সেপ্টেম্বর ২০২২ ১০:২৯ পূর্বাহ্ন
আল্লাহর দিকে ফিরে আসার গুরুত্ব

মানুষকে আল্লাহ তাআলা সীমাহীন ভালোবাসেন। বান্দার প্রতি আল্লাহ পাকের দয়া-মায়া, করুণা অনন্ত অসীম। আল্লাহ তাআলঅ নিজেই ঘোষণা করেছেন, নিশ্চয় তিনি অত্যন্ত ক্ষমাশীল, অতিশয় দয়াময়। নিজের ভুল বুঝে আল্লাহর দিকে ফিরে আসা বান্দাই আল্লাহর কাছে অনন্য মর্যাদার অধিকারী। তাওবা হচ্ছে আল্লাহর দিকে ফিরে আসা। তাওবার প্রয়োজনীতা ও গুরুত্ব জানার আগে এর পরিচয় জানা আবশ্যক। তাওবার সংক্ষিপ্ত পরিচয়, প্রয়োজনীয়তা ও গুরুত্ব তুলে ধরা হলো-


তাওবা শব্দের অর্থ হলো- ফিরে আসা। যখন তাওবা শব্দটির সম্পর্ক মানুষের সঙ্গে হয় তখন তার তাৎপর্য দাঁড়ায়, বান্দা তার কৃত অন্যায়ের জন্য অনুতপ্ত ও লজ্জিত হয়ে আল্লাহর দিকে ফিরে আসা। সে অন্যায় সম্পূর্ণরূপে বর্জন করা, ভবিষ্যতে এমন অন্যায় না করার দৃঢ়-সংকল্প করা। এমন দৃঢ়-সংকল্প করে আল্লাহর দিকে ফিরে আসার নামই হচ্ছে তাওবা।