পিরোজপুরে স্বেচ্ছাসেবক লীগের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: মঙ্গলবার ১৭ই আগস্ট ২০২১ ০৮:৪৮ অপরাহ্ন
পিরোজপুরে স্বেচ্ছাসেবক লীগের মানববন্ধন

২০০৫ সালের ১৭ আগষ্ট সারাদেশে বিএনপি জামায়াতের মদদপুষ্ট নিষিদ্ধ জঙ্গি ও জেএমবি কর্তৃক একযোগে সিরিজ বোমা হামলার প্রতিবাদে পিরোজপুরে মাববন্ধন অনুষ্ঠিত হয়েছে। জ মঙ্গলবার (১৭ আগষ্ট) দুপুরে শহরের টাউন ক্লাব সড়কে এ মানববন্ধন করেছে পিরোজপুর জেলা স্বেচ্ছাসেবকলীগ। 


মানবন্ধনে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি রাসেল পারভেজ রাজা, সহ-সভাপতি লুবনা আহমেদ, মোস্তাফিজুর রহমান সোহাগ, সাধারণ সম্পাদক সুমন সিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল শিকদার, আমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আজমল হুদা নিঝুম, মান্নান সাইফুল, প্রচার সম্পাদক শওকত খান ও সাংবাদিকতা বিষয়ক সম্পাদক মোঃ হাসিবুল ইসলাম হাসান প্রমুখ।


বক্তব্যে বক্তারা ২০০৫ সালের ১৭ আগষ্ট সারাদেশে বিএনপি জামায়াতের মদদপুষ্ট নিষিদ্ধ জেএমবি কর্তৃক একযোগে যে সিরিজ বোমা হামলা ঘটনা ঘটেছে তার তীব্র প্রতিবাদ জানান। সেই সাথে এই হামলার সাথে সংশ্লিষ্ট সকলের দ্রুত শাস্তির দাবি জানান।