ভূঞাপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শনিবার ১১ই ডিসেম্বর ২০২১ ০১:৩৩ অপরাহ্ন
ভূঞাপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন

ভিটামিন ‘এ’ খাওয়ান, শিশুমৃত্যুর ঝুঁকি কমান এ প্রতিপাদ্য নিয়ে টাঙ্গাইলের ভূঞাপুরে ৩দিন ব্যাপী ৬-১১ মাস বয়সী শিশুদের নীল রঙের ও ১২-৮৯ মাস বয়সী শিশুদের লাল রঙের ক্যাপসুল ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়।


শনিবার (১১ ডিসেম্বর) সকালে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোছা. ইশরাত জাহান।এ সময় উপস্থিত ছিলেন- আবাসিক মেডিকেল অফিসার ডাঃ নিশাদ সাঈদা, ডাঃ ওমর ফারুক ও স্বাস্থ্য পরিদর্শক আব্দুল কাইয়ুম। উল্লেখ্য, ভূঞাপুর উপজেলার ৬-১১ মাস বয়সী শিশুদের ৩ হাজার নীল রঙের ক্যাপসুল ও ১২-৮৯ মাস বয়সী শিশুদের ২৯ হাজার লাল রঙের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।