জুয়ার আসর থেকে ইউপি সদস্যসহ আটক ১১

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: রবিবার ১৩ই মার্চ ২০২২ ০৬:৩৬ অপরাহ্ন
জুয়ার আসর থেকে ইউপি সদস্যসহ আটক ১১

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্যসহ ১১ জুয়ারীকে জুয়া খেলা অবস্থায় গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা ডিবি।   শনিবার (১২ মার্চ) দিবাগত মধ্যরাতে দৌলতদিয়া ইউনিয়নের মৃত কবির খানের ছেলে ও ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আয়ুব খানের বসত বাড়ির চৌচালা টিনের ঘরের মধ্যে জুয়া খেলা অবস্থায় তাদের আটক করা হয়।


গ্রেপ্তারকৃতরা হলেন, দৌলতদিয়া ইউনিয়নের মৃত কবির খানের ছেলে ও ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আয়ুব খান, উত্তর দৌলতদিয়ার মৃত কটি শেখের ছেলে মোঃ আজগর, সিদ্দিক কাজীর পাড়া এলাকার কাশেম শেখের ছেলে মোঃ ফজলুল হক, মজিদ শেখের পাড়ার মৃত কানাই মন্ডলের ছেলে মোঃ লতিফ মন্ডল, আতর আলী বেপারীর ছেলে বাচ্চু ব্যপারী,সিদ্দিক শেখের মোহাম্মদ শেখ, মোঃ হাফিজ শেখের ছেলে গোলাম মোস্তফা, রাজু সরদারের ছেলে আজিজুল সরদার, মৃত আকবরের ছেলে আনোয়ার হোসেন,মৃত মোতালেব শিকদারের ছেলে মোঃ আলতাফ শিকদার,মৃত রবিউল ইসলামের ছেলে মোঃ রফিকুল ইসলাম।


রাজবাড়ী জেলা গোয়েন্দা পুলিশের (ওসি) প্রানবন্ধু বিশ্বাস বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই ১১ জুয়ারীকে আটক করা হয়। এ সময় জুয়ার আসর থেকে নগদ ২০ হাজার ৫৫৫ টাকা ও তিন সেট তাস জব্দ করা হয়েছে। পরে তাদের বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় একটি মামলা দায়ের করা হয়।






Attachments area