আজমিরীগঞ্জে অটোরিকশা উলটে চালকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
আমিনুল ইসলাম আপন
প্রকাশিত: সোমবার ১৪ই মার্চ ২০২২ ১১:০৪ অপরাহ্ন
আজমিরীগঞ্জে অটোরিকশা উলটে চালকের মৃত্যু

হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার বদলপুর ইউনিয়নের রাস্তায় ব্যাটারি চালিত অটোরিকশা উলটে চালক মিনহাজ উদ্দিন কাপ্তান (৩২) এর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে জিলুয়া গ্রামের নিকটে সোমবার ভোর সাড়ে ৪টায়। মৃত্য মিনহাজ বানিয়াচং উপজেলার ১ নম্বর উত্তর-পূর্ব ইউনিয়নের বাঘ মহল্লার মৃত মোবারক আলীর পুত্র।


পুলিশ ও স্থানীয় সুত্রে জানাযায়, অটোরিক্সা চালক মিনহাজ বানিয়াচুং উপজেলার আড়িয়ামুগুর গ্রামের জলাশয় থেকে প্রতিদিন ভোরে মাছ সংগ্রহ করে সে ভাড়ার বিনিময়ে মাছের আড়তে নিয়ে যেত। সোমবার ভোর সকালে সে তার অটোরিক্সা নিয়ে মাছ সংগ্রহের উদ্দেশ্যে নিজ বাড়ি থেকে রওনা দেন। আড়িয়ামুগুর থেকে কিছুদূরে জিলুয়া গ্রামের নিকট পৌছলে অটোরিক্সাটি নিয়ন্ত্রন হারিয়ে রাস্তা থেকে ছিটকে নিচের খাদে পড়ে। ওই সময় ইজিবাইকের নিচে চাপা পড়ে চালক ঘটনাস্থলেই সে মৃত্যু বরন করেন।


আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নূরুল ইসলাম বলেন, অটোরিক্সা চালক নিয়ন্ত্রন হারিয়ে রাস্তা পাশে গর্তে পরে টমটমের নিছে পড়ে সে মৃত্যু বরন করেন। তার অটোরিক্সায় কোন যাত্রী না থাকায় আর কোন আহত হয়নি। মৃত্যের স্বজনদের আবেদনের প্রেক্ষিতে ময়না তদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।