জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিবস ও জাতীয় শিশু দিবস উপলক্ষে দিনাজপুরের হিলিতে শিশুরোগীর বিনামুল্যে স্বাস্থ্য সেবা দিয়েছেন অরবিন্দু শিশু হাসপাতাল।
আজ বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ হলরুমে স্বাস্থ্য সেবা ক্যাম্প আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান হারুনুর রশিদ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নিবার্হী অফিসার নুর এ আলম,ভাইস চেয়ারম্যান শাহীনুর রেজা শাহিন।
হাকিমপুর উপজেলা পরিষদের ব্যবস্থাপনায় অরবিন্দু শিশু হাসপাতালের ১৬ জন চিকিৎসক বিনামুল্যে এই চিকিৎসা ও ওষুধ প্রদান করেন।
উপজেলা নিবার্হী অফিসার নুর এ আলম জানান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিবস ও জাতীয় শিশু দিবস উপলক্ষে দিন ব্যাপি শিশু চিকিৎসার পাশাপাশি রুগীদের বিনামুল্যে ওষুধ দেওয়া হচ্ছে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।