দুর্গাপুরে নদীতে গাছ ধরতে গিয়ে মাদ্রাসা শিক্ষার্থী নিখোঁজ

নিজস্ব প্রতিবেদক
এ কে এম আব্দুল্লাহ, জেলা প্রতিনিধি, নেত্রকোনা
প্রকাশিত: সোমবার ৪ঠা এপ্রিল ২০২২ ০৪:৪৮ অপরাহ্ন
দুর্গাপুরে নদীতে গাছ ধরতে গিয়ে মাদ্রাসা শিক্ষার্থী নিখোঁজ

নদীতে ভেসে আসা মরা গাছ (লাকড়ী) ধরতে গিয়ে নিখোঁজ হয়েছে মোহাম্মদ জিহাদ (১৫) নামক এক মাদ্রাসা শিক্ষার্থী। ঘটনাটি ঘটেছে সোমবার দুপুরের দিকে নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের কামারখালী গ্রাম সংলগ্ন সুমেশ^রী নদীতে। 


     দুর্গাপুর থানার এস আই রোকন জানান, ভবদেবপুর গ্রামের দুলাল মিয়ার পুত্র মোহাম্মদ জিহাদ ঢাকার একটি মাদ্রাসায় পড়াশুনা করে আসছে। রমজান উপলক্ষ্যে সে বাড়ীতে চলে আসে।  সোমবার দুপুরের দিকে কামারখালী এলাকা দিয়ে যাওয়ার সময় সুমেশ^রী নদী দিয়ে ঢলের তোড়ে একটি মরা গাছ (লাকড়ী) ভেসে আসতে দেখে তা ধরতে নদীতে নেমে পানিতে তলিয়ে নিখোঁজ হয়। 


খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় লোকজনের সহায়তায় নদীতে ব্যাপক তল্লাশী চালিয়েও বিকাল সাড়ে ৪টা পর্যন্ত নিখোঁজ জিহাদের কোন সন্ধান পায় নি।


 নিখোঁজ জিহাদের বাবা মা ও আত্মীয় স্বজন তাদের প্রিয় সন্তানকে অবিলম্বে খোঁজে বের করার জন্য পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যদের কাছে জোর দাবী জানান।