পিরোজপুরের ইন্দুরকানী উপজেলা চেয়ারম্যান ও উপজেলার আওয়ামীলীগের সভাপতি এ্যাড. মতিউর রহমান এর উপরে সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও দোষীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন করেছে জেলা আইনজীবী সমিতি।
আজ বুধবার বেলা ১১ টায় জেলা জজ আদালতের সামনে মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের উপদেষ্ঠা চন্ডি চরণ পাল, সাধারণ সম্পাদক এ্যাড. এম এ হাকিম হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক কানাই লাল বিশ্বাস। মানববন্ধনে বক্তারা একজন জনপ্রতিনিধি ও উপজেলা আওয়ামীলীগের সভাপতির উপরে হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
উপজেলার আওয়ামীলীগের সভাপতি এ্যাড. মতিউর রহমান এর উপরে সন্ত্রাসী হামলার ঘটনায় তিনি নিজে বাদী হয়ে গতকাল মঙ্গলবার রাতে ইন্দুরকানী থানায় দুই জনকে নামিও এবং আরো ৮ জনকে অজ্ঞাত আসামী করে একটি মামলা দায়ের করেন।
উল্লেখ্য, সোমবার (২৮ ফেব্রুয়ারী) রাত ৮ টার দিকে উপজেলা চেয়ারম্যান ও উপজেলার আওয়ামীলীগের সভাপতি এ্যাড. মতিউর রহমান উপজেলা পরিষদের গেটে আসলে তার গাড়ি থামিয়ে কয়েকজন তার উপরে হামলা করে কিল ঘুষি মারে এবং তার সরকারি গাড়ির গ্লাস ভেঙ্গে ফেলে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।