উপজেলা চেয়ারম্যানের উপর হামলার প্রতিবাদে পিরোজপুরে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: বুধবার ২রা মার্চ ২০২২ ০৫:৫৫ অপরাহ্ন
উপজেলা চেয়ারম্যানের উপর হামলার প্রতিবাদে পিরোজপুরে মানববন্ধন

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলা চেয়ারম্যান ও উপজেলার আওয়ামীলীগের সভাপতি এ্যাড. মতিউর রহমান এর উপরে সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও দোষীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন করেছে জেলা আইনজীবী সমিতি। 


আজ বুধবার বেলা ১১ টায় জেলা জজ আদালতের সামনে মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের উপদেষ্ঠা চন্ডি চরণ পাল, সাধারণ সম্পাদক এ্যাড. এম এ হাকিম হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক কানাই লাল বিশ্বাস। মানববন্ধনে বক্তারা একজন জনপ্রতিনিধি ও উপজেলা আওয়ামীলীগের সভাপতির উপরে হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। 


উপজেলার আওয়ামীলীগের সভাপতি এ্যাড. মতিউর রহমান এর উপরে সন্ত্রাসী হামলার ঘটনায় তিনি নিজে বাদী হয়ে গতকাল মঙ্গলবার রাতে ইন্দুরকানী থানায় দুই জনকে নামিও এবং আরো ৮ জনকে অজ্ঞাত আসামী করে একটি মামলা দায়ের করেন।


উল্লেখ্য, সোমবার (২৮ ফেব্রুয়ারী) রাত ৮ টার দিকে উপজেলা চেয়ারম্যান ও উপজেলার আওয়ামীলীগের সভাপতি এ্যাড. মতিউর রহমান উপজেলা পরিষদের গেটে আসলে তার গাড়ি থামিয়ে কয়েকজন তার উপরে হামলা করে কিল ঘুষি মারে এবং তার সরকারি গাড়ির গ্লাস ভেঙ্গে ফেলে।