ধামইরহাটে পরিকল্পনা প্রনয়ন সম্মেলন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
মোঃ আবুমুছা স্বপন, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশিত: বুধবার ৮ই জুন ২০২২ ০৬:২৫ অপরাহ্ন
ধামইরহাটে পরিকল্পনা প্রনয়ন সম্মেলন অনুষ্ঠিত

নওগাঁর ধামইরহাটে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে জনগণের বার্ষিক কর্ম পর্যালোচনা ও পরিকল্পনা প্রনয়ন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।


 ৮ জুন সকাল ১০ টায় উপজেলা অডিটোরিয়ামে গ্রাম উন্নয়ন কমিটি, শিশু ও যুব ফোরাম, উন্নয়ণ সংস্থা, শিক্ষক, ধর্মীয় নেতৃবৃন্দ ও স্থানীয় সরকার নেতৃবৃন্দ, সরকারী কর্মকর্তাদের নিয়ে এ সম্মেলনে সভাপত্বি করেন ওয়ার্ল্ড ভিশনের এ.পি’র ম্যানেজার বিমল কুমার রুরাম। 


অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার গণপতি রায়, রাজশাহী’র পিউরিফিকেশন এসিও ম্যানেজার শেবাস্টিন, প্রোগ্রাম কোয়ালিটি অফিসার গোলাম সারোয়ান, ধামইরহাট এপি’র প্রোগ্রাম অফিসার নাথক চৌকিদার, ডেনিস তপ্ন, মুকুল বৈরাগী, শ্যামল মন্ডল, শিশু সুরক্ষা অফিসার প্রদীপ হাসদা, স্পন্সরশীপ সিস্টেম অফিসার লোজি মুখিম, জুনিয়র প্রোগ্রাম অফিসার শারমিন আক্তার, রোজলিন মিতু , ভিডিসি সভাপতি আনিছুর রহমান, উপজেলা প্রেস ক্লাব সভাপতি আবু মুছা স্বপন প্রমুখ উপস্থিত ছিলেন।