‘বছরব্যাপী ফল চাষে, অর্থ পুষ্টি দুই—ই আসে’ এই প্রতিপাদ্যে টাঙ্গাইলের ভূঞাপুরে তিন দিনব্যাপি ফল মেলা প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে তিন দিনব্যাপি ফল মেলার প্রদর্শনী উদ্বোধন করেন টাঙ্গাইল—২ (গোপালপুর—ভূঞাপুর) আসনের সংসদ সদস্য ছোট মনির।
উপজেলা নির্বাহী অফিসার মোছা. ইশরাত জাহানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোছা. নার্গিস বেগম, উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবু, মহিলা ভাইস চেয়ারম্যান আলিফনুর, থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ ফরিদুল ইসলাম। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবির।
এসময় মেলায় বিভিন্ন ফল চাষিরা নিজেদের বাগানের ফল মেলায় প্রদর্শন করেন। এছাড়া দেশীয় ফল ছিলো চোখে পড়ার মতো। এসব ফলের মধ্যে ছিল জাতীয় ফল কাঁঠাল, আম, জাম, লিচু, ড্রাগন, কলাসহ বিভিন্ন জাতের পুষ্টি সম্পন্ন ফল।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।