এমপি-চেয়ারম্যান মারামারির ঘটনায় পাল্টাপাল্টি বিক্ষোভ, সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক
শফিউল আলম রাজীব, জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: বৃহঃস্পতিবার ২১শে জুলাই ২০২২ ০৬:১৩ অপরাহ্ন
এমপি-চেয়ারম্যান মারামারির ঘটনায় পাল্টাপাল্টি বিক্ষোভ, সড়ক অবরোধ

জাতীয় সাংসদে রাজী মোহাম্মদ ফখরুল ও উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদের মধ্যে মারামারির ঘটনাকে কেন্দ্র করে দেবীদ্বারে দু'গ্রুপের চলছে পাল্টাপাল্টি বিক্ষোভ মিছিল সমাবেশ ও সড়ক অবরোধ।


কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ম. রুহুল আমিনকে লাঞ্ছিত ও সাংসদ রাজী মোহাম্মদ ফখরুলের নামে মিথ্যাচারের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ, ঝাড়ু মিছিল ও সড়ক অবরোধ করেছে এমপি সমর্থিত স্থানীয় আ’লীগ এবং এর অঙ্গসংগঠন সমূহের নেতা কর্মীরা। 


বৃহস্পতিবার সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এমপি রাজী ফখরুল সমর্থিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সহস্রাধিক নারী-পুরুষ কুমিল্লা-সিলেট মহাসড়কের দেবীদ্বার নিউমার্কেট স্বাধীনতা চত্বর এলাকায় ওই প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ করে। এ সময়ে সড়কের দু’পাশে যানবাহন আটকে পড়ে বিপাকে পড়ে যাত্রি ও জনসাধারন। এর আগে ঘটনার দিন গত শনিবার সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ এবং বুধবার সকালে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে চেয়ারম্যান আবুল কালাম আজাদের সমর্থকরা। এছাড়া ঘটনার পর থেকে সংঘর্ষে দু'গ্রুপের আহত প্রায় অর্ধশত।


সমাবেশে বক্তব্য রাখেন, দেবীদ্বার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও থানা যুবলীগের সভাপতি হাজী আবুল কাশেম ওমানী, কুমিল্লা উত্তর জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি শিরিন সুলতানা, থানা যুবলীগের সাধারণ সম্পাদক বাবুল হোসেন রাজু, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক লিটন সরকার, পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান, যুবলীগ নেতা সাইফুল ইসলাম শামীম, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, যুবলীগ নেতা ইকবাল হোসেন রুবেল প্রমুখ।


সমাবেশে বক্তারা বলেন, রাজী মোহাম্মদ ফখরুল দেবীদ্বার'র মানুষের আস্থাস্থল। সংসদের এলডি হলে চেয়ারম্যান আবুল কালাম আজাদ কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ম. রুহুল আমিনকে লাঞ্চিত করে। এমপির জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে আবুল কালাম আজাদ এখন মিথ্যাচারে লিপ্ত হয়েছে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই।