টেকনাফের লেদা রোহিঙ্গা ক্যাম্পে প্রেমের সম্পর্কের জের ধরে দুই পরিবারের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এতে ছুরিঘাতে এক রোহিঙ্গা নিহত হয়েছে।সে লেদা- ২৪ ক্যাম্পের সি ব্লকের ১০৪ নং রুমের মো. হাকিম আলীর পুত্র মোঃ জুবায়ের (৩০)।৩১ ডিসেম্বর শনিবার সকাল সাড়ে ৮ টায় হ্নীলা ইউনিয়নের লেদা রোহিঙ্গা ক্যাম্প ২৪ এর সি ব্লকে এ ঘটনা ঘটে।
সুত্রে জানা যায়, গত শুক্রবার (৩০ ডিসেম্বর) সি ব্লকের অভ্যন্তরে রোহিঙ্গা শরনার্থী সি ব্লকের কালা মিয়ার পুত্র ১৭২ নং রুমের শওকত উল্লাহ (২১) ও নুর নাহার (১৭) মধ্যে প্রেমের সম্পর্কের জের ধরে দুই পরিবারের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন আহত হয়। বিষয়টি লেদা (এপিবিএন) পুলিশকে জানালে উভয পক্ষকে নিয়ে ঘটনাটি মিমাংসা করে।
পরবর্তীতে একই ঘটনার জের ধরে রোহিঙ্গা শওকত নিহত জুবাইর কে ব্লকের অভ্যন্তরে ছুরি দ্বারা এলোপাতাড়ি আঘাত করলে আত্মীয় স্বজন তাকে মুমূর্ষু অবস্থায় ক্যাম্পের আইওএম হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।বিষয়টি লেদা পুলিশ (এপিবিএন) অবগত হওয়ার পর ঘটনাস্থল পরিদর্শণ করেন এবং ঘটনার সাথে জড়িত শওকতকে আটকের কার্যক্রম চলমান রযেছে।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল হালিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত ব্যক্তিকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। সেই সাথে জড়িত ব্যক্তি গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান পরিচালনা করছে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।