২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে ইয়ামাহা রাইডার্স ক্লাব ফরিদপুর এর উদ্যোগে ২৬টি পরিবারের মাঝে ২৬টাকায় পবিত্র মাহে রমজানের ইফতার সামগ্রী উপহার প্রদান করেছে সংগঠনের নেতৃবৃন্দরা।
রবিবার (২৬শে মার্চ) দিনব্যাপী ফরিদপুর সদর উপজেলার আকইনের তুলাগ্রামে এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়। সার্বিক সহযোগীতায় ছিলেন ইয়ামাহা রাইডারস ক্লাব বাংলাদেশ এবং জান্নাত মটরস ফরিদপুর।
ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রমে এসময় উপস্থিত ছিলেন এসিআই মটরস এর সিনিয়র মার্কেটিং অফিসার মো. আশিকুল ইসলাম ইমন, ইয়ামাহা রাইডারস ক্লাব ফরিদপুরের এডমিন সোহান মিয়া, সার্ভিস ইঞ্জিনিয়ার আব্দুলাহ আল ফয়সাল, মডারেটর আতিক ফয়সাল, বিল্লাল হোসেন, সদস্য দিদারুল ইসলাম দিদার, সাইমুন ইসলাম অয়ন, সৈনিক হোসেন, সাকিল আহমেদ,তোয়াব ইসলাম, শরিফুল ইসলাম, এনামুলসহ প্রমুখ।
উপহার সামগ্রীর মধ্যে রয়েছে, ছোলা এক কেজি, মুসরির ডাল হাফ কেজি, বেসন হাফ কেজি, তেল হাফ লিটার, খেজুর হাফ কেজি, ট্যাং ছোট একটি, চিনি হাফ কেজি, মুড়ি হাফ কেজি, চিড়া হাফ কেজি, খাবার স্যালাইন পাঁচটি।
এসিআই মটরস'র সিনিয়র মার্কেটিং অফিসার মো. আশিকুল ইসলাম বলেন, শুরু থেকেই এসিআই মটরস অসহায় মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আমাদের এ ক্ষুদ্র প্রয়াস। আমরা সব সময় চেস্টা করি অসহায়, সাধারণ মানুষের পাশে থেকে সহযোগিতা করার জন্য। ধন্যবাদ ইয়ামাহা মোটরসাইকেল বাংলাদেশ এবং এসিআই মটরস লিমিটেডকে।
গ্রুপের এডমিন সোহান মিয়া জানান, আমরা সংগঠনটির পক্ষ থেকে সারাবছরই সামাজিক কাজ অব্যাহত রেখেছি। সমাজের সবচেয়ে অবহেলিতদের পাশে আমরা আছি। তারই ধারাবাহিকতায় ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে পবিত্র রমজান মাসে ২৬ টাকায় ২৬টি অসহায় পরিবারের মাঝে আমরা ইফতার সামগ্রী উপহার দিয়েছি। তিনি আরও বলেন, আমরা বিশেষ ধন্যবাদ জানাচ্ছি, ইয়ামাহা মোটরসাইকেল বাংলাদেশ এবং এসিআই মটরস লিমিটেডকে আমাদের সব বাইকারদের জন্য এত সুন্দর একটি প্লাটফ্রম তৈরি করে দেওয়ার জন্য যেখানে আমরা সবার ভালোবাসার বন্ধনে আবদ্ধ বলেও তিনি উল্লেখ করেন।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।