হিজলার ইউএনও প্রশিক্ষণে অংশ নিতে ভারতের উদ্দেশ্যে

নিজস্ব প্রতিবেদক
তালুকদার মামুন, নিজস্ব প্রতিনিধি হিজলা (বরিশাল)
প্রকাশিত: সোমবার ৫ই জুন ২০২৩ ১১:৩২ পূর্বাহ্ন
হিজলার ইউএনও প্রশিক্ষণে অংশ নিতে ভারতের উদ্দেশ্যে

বরিশালের হিজলা উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মোহাম্মদ তারেক হাওলাদার একটি প্রশিক্ষণে অংশগ্রহণ করতে ভারতের উদ্দেশ্যে গিয়েছেন।


হিজলা উপজেলা নির্বাহী অফিসের তথ্যসূত্রে জানা গিয়েছে, বরিশালের জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর হোসেন এর স্বাক্ষরিত অফিস আদেশে, ভারতে অনুষ্ঠেয় " বাংলাদেশের বেসামরিক কর্মচারীদের জন্য মাঠ প্রশিক্ষণের উপর মধ্য কর্মজীবন প্রশিক্ষণ প্রোগ্রাম " এ অংশগ্রহণ জন্য ভারতের উদ্দেশ্যে আছেন। 


তিনি চলতি বছরের জুন মাসের ৫ তারিখ থেকে ১৬ তারিখ পর্যন্ত প্রশিক্ষণ গ্রহণের জন্য ভারতে অবস্থান করবেন। তার প্রশিক্ষণকালীন মুলাদী উপজেলা নির্বাহী অফিসার নিজ দায়িত্বের অতিরিক্ত উপজেলা নির্বাহী অফিসার হিসেবে হিজলায় চলতি দায়িত্ব পালন করবেন।