কাউখালীতে সর্বজনীন পেনশন স্কিম বিষয়ক অবহিতকরন সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: বুধবার ২৭শে সেপ্টেম্বর ২০২৩ ০৬:৪৪ অপরাহ্ন
কাউখালীতে সর্বজনীন পেনশন স্কিম বিষয়ক অবহিতকরন সভা অনুষ্ঠিত

পিরোজপুরের কাউখালী উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার দুপুরে উপজেলা হল রুমে সর্বজনীন পেনশন স্কিম বিষয়ক অবহিত করন সভা অনুষ্ঠিত হয়। 


উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ মিয়া মনু, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মৃদুল আহমেদ সুমন। বক্তব্য রাখেন, কাউখালী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মহসিন কবির, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মনিবুর রহমান, সমাজসেবক আব্দুল লতিফ খসরু, প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার প্রমুখ।