ব্রাহ্মণবাড়িয়া সরাইলে জাতীয় উৎপাদনশীলতা দিবস ২০২৩ উপলক্ষে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। সোমবার ২ অক্টোবর সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উপলক্ষে উপজেলা চত্বর থেকে একটি র্যালি বের হয়ে উপজেলা গেইটের সামনে গিয়ে শেষ হয়। এবারের প্রতিপাদ্য বিষয় হচ্ছে ‘ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে উৎপাদনশীলতা।
’পরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সরাইল উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রফিক উদ্দিন ঠাকুর, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাসরিন সুলতানা এর সভাপতিত্বে আরোও উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সহিদ খালেদ জামিল খান,
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. একরাম হোসেন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো.সুমন মিয়া,উপজেলা মৎস্য কর্মকর্তা মো.মাসুদুর রহমান, সরাইল উপজেলা রিপোর্টার্স ইউনিটি সাধারণ সম্পাদক মো. তাসলিম উদ্দিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাত সুলতানা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোছা.নাজমা বেগম, সরাইল সদর সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার প্রমুখ। এ সময় উপজেলা কর্মরত বিভিন্ন মিডিয়ার ব্যক্তিবর্গ গণ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।