৩২তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৫তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে মাদারীপুরে ৫০০জন প্রতিবন্ধী ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র, হুইল চেয়ার ও সাদাছড়ি বিতরণ করা হয়েছে।
রবিবার (৩ডিসেম্বর) দুপুরে প্রশিসেস বিদ্যালয় মাঠে প্রতিবন্ধী শিশু শিক্ষা ও সেবা সংস্থা (প্রসিসেস)এর আয়োজন এ শীতবস্ত্র বিতারণ করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে শীতবস্ত্র বিতারণ করেন জাতীয় প্রতিবন্ধী ফোরামের মহাসচিব ড. সেলিনা আখতার।
এসময় সেলিনা আখতার বলেন মাননীয় প্রধানমন্ত্রীর উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আমারা তার সৈনিক হিসেবে কাজ করে যাচ্ছি। প্রতিবন্ধী মানুষ আজকে দয়া করুনা চায় না তাদের অধিকার চায়।আইনে সাধারণ মানুষের যেমন অধিকার রয়েছে প্রতিবন্ধীদে মানুষেরও সমান ভাবে সেই সুযোগ সুভিদা ভোগ করার অধিকার রয়েছে। আমরা তাদের সহযোগীর হাত বাড়িয়ে দিবে এগিয়ে যেতে সাহায্য করবো।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও মাদারীপুর কল্যাণ সমিতির সভাপতি গোলাম মাওলা আকন্দ, পৌর আওয়ামী লীগের সভাপতি আকবার হোসেন হাওলাদার, যুবলীগের কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক আবীর মাহমুদ ইমরান,প্রেসক্লাবে সাধারণ সম্পাদক মনির হোসেন বিলাস, মৈত্রী মিডিয়ার সভাপতি মাহাবুবুর রহমান বাদল,সাধারণ সম্পাদক আরাফাত হোসেন, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক সহ অন্যরা।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।