প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৪, ২:৩৯
কুমিল্লার দেবীদ্বারে ট্রাক্টরের চাপায় পিষ্ট হয়ে প্রাণ গেল বুদ্ধি প্রতিবন্ধী এক ভিখারীর। ঘটনাটি ঘটে শুক্রবার (১৬ ফেব্রুয়ারী) বেলা ১ টা ২৫ মিনিটে কুমিল্লা- সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবীদ্বার উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের চরবাকর এলাকার ‘রাসেল ব্রীকস ফিল্ডের’ সামনে। নিহত ভিখারী ফিরোজা বেগম(৬৫) দেবীদ্বার পৌর এলাকার বারেরা (খোদাইচর) গ্রামের কাদির বক্সের বাড়ির মৃত: ছিদ্দিকুর রহমানের মেয়ে।
পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার জুম্মার নামাজ শুরুর ৫ মিঃ পূর্বে চরবাকর এলাকার ‘রাসেল ব্রীকস ফিল্ডের’ সামনে একটি দ্রুতগামী ট্রাক্টরের চাঁপায় পিষ্ট হয়ে ফিরোজা বেগম(৬৫) নামে এক ভিখারী ঘটনাস্থলেই মারা যান। স্থানীয় মসজিদের মুসুল্লিরা জুম্মার নামাজ আদায় করে বের হয়ে তাকে সড়কে মৃতবস্থায় পড়ে থাকতে দেখে ৯৯৯ নম্বরে ফোন করলে পুলিশ মীরপুর হাইওয়ে ঘটনাস্থলে আসেন। ঘাতক ট্রাক্টরটি আটক করা সম্ভব হয়নি।
নিহতার চাচাতো ভাই শহিদ মিয়া জানান, ফিরোজা বেগম জন্মগত বুদ্ধি প্রতিবন্ধী ও একজন সহজ সরল প্রাকৃতির ছিলেন। পারিবারিক জীবনে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়নি। নিজ পিতার পৈত্রিক বসতবাড়িতে থেকেই ভিক্ষা করে জীবিকা নির্বাহ করতেন। তাদের ৩ বোন ও ১ ভাইয়ের মধ্যে সে বড় ছিলেন। তার এক মাত্র ভাই রফিকুল ইসলামও মানষিক প্রতিবন্ধী ছিলেন এবং কয়েক বছর পূর্বে সড়ক দূর্ঘটনায় সেও মারা যান। তবে এসময় নাম প্রকাশে অনিচ্ছুক নিহতের এক নিকটাত্মীয় বলেন, ব্রীকস ফিল্ডের মাটি বহনকারী ঘাতক ট্রাক্টরটি পুলিশ ইচ্ছে করলে আটক করতে পারতেন।
এ বিষয়ে মিরপুর হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) প্রেমধন জানান, আমরা সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ছোরতহাল রিপোর্ট তৈরী করি। পরে নিহতার স্বজনদের অনুরোধে মরদেহ তাদের বুঝিয়ে দিয়ে আসি। ঘাতক ট্রাক্টরের পরিচয় কেউ দিতে পারেনি। ফিরোজা বেগম বুদ্ধি প্রতিবন্ধী ভিখারী ছিলেন।