প্রকাশ: ২ এপ্রিল ২০২৪, ১:২২
ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার সদর ইউনিয়ন সৈয়দ টুলা গ্রামের সড়কে নোয়াহাটি ও খাবিস টূলা অংশে ভাঙা একটি কালভার্টের জন্য ছোট বড় সকল প্রকার যানবাহন থেকে শুরু করে পথযাত্রী সবাইকে পড়তে হয়েছিল ভুগান্তিতে। এবার এই ভোগান্তি কিছুটা দূর করতে ব্যক্তি উদ্যোগে কালভার্ট করা হয়েছে। এতে করে এবার এ গ্রামের সড়কে মিলবে মানুষের স্বস্তির চলাফেরা।
সোমবার (১ এপ্রিল) সকালে সরাইল উপজেলা ঠিকাদার সমিতি সাধারণ সম্পাদক ও একজন প্রথম শ্রেণীর ঠিকাদার মানবিক মো. শফিকুল ইসলাম খন্দকার(সেলু) তার নিজস্ব অর্থায়নে নিজ উদ্যোগে কালভার্ট করে যানবাহন চলাচলের উপযুক্ত করে দিয়েছেন। এতে করে কালভার্টের দুটি অংশের একটি অংশ দিয়ে এলাকার পানি খালে নিষ্কাশন হবে।
জানা যায়, দীর্ঘদিন ধরে সৈয়দটুলা গ্রামসহ পাশের গ্রাম কুট্রাপাড়াসহ আস পাশের এলাকার মানুষ সড়কে এ কালভার্টের উপর দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে ছোট ছোট যানবাহন চলাচল করতে হয়েছে।এই সড়কে অটোরিকশা চালক সাব্বির মিয়া, শামীম মিয়া, জানান,বেশ কিছুদিন যাবন এই সড়কে গাড়ি নিয়ে চলাচল করে পাড়িনি এতে করে আমাদের অনেক সমস্যা হয়েছিল। এবার সেলু তার নিজস্ব অর্থায়নে কালভার্ট করে দেওয়াতে আমাদের অনেক সুবিধা হবে।
মো. খালেক ঠাকুর বলেন,এটাই সরাইলের প্রথম নিদর্শন। আরো এমন হৃদয়বান ব্যক্তি যদি ওনার মতো এগিয়ে আসলে অনেক ছোট খাটো সমস্যা সমাধান হয়ে যেতো। মো. মজিবুর রহমান বলেন, সেলু ভাই সহ যাহারা বিভিন্ন দিক হতে কাজের তদারকি সহ সাহায্য সহায়তা করেছেন, সবাইকে অভিনন্দন। এলাকার কয়েক জনের সাথে কথা হলে তারা বলেন, ঠিকাদার শফিকুল ইসলাম খন্দকার সেলুর সহযোগিতায় এ সড়কে কালভার্টের কাজ করা হয়েছে। আশাকরি সম্পুর্ন কাজ শেষ হলে এই সড়কে গাড়ি চালচলন করতে পারবে।
মো.শফিকুল ইসলাম খন্দকার সেলু বলেন, কয়েক দিন থেকে এই সড়কে ভাঙা কালভার্ট এতে করে এই সড়কে চলাচলরত মানুষ থেকে শুরু করে যানবাহন সবাইকে পড়তে হয়েছিল ভোগান্তিতে। মানুষে এই ভোগান্তি দূর করতে আমার নিজস্ব অর্থায়নে নিজ উদ্যোগে কালভার্ট মেরামত করা হয়েছে। আশা করি এ জনপদ এলাকায় মানুষের ভুগান্তি দূর হবে।