প্রকাশ: ১৮ মে ২০২৪, ২:১১
কুমিল্লার দেবীদ্বারে সড়কের পাশে দাড়িয়ে থাকা সুমাইয়া আফরুজ (৬) নামে এক শিশুর প্রাণ কেড়ে নিল ব্রীক্স ফিল্টের ইট বহনকারী বেপরোয়া ট্রাক্টর। মেয়ের মৃত্যুতে বাবা মায়ের বুক ফাটা আর্তনাদে ভারি হয়ে উঠেছে এলাকার আকাশ বাতাস।
ঘটনাটি ঘটে শনিবার (১৮ মে) বিকেল পৌনে ৩ টায় উপজেলার পদ্মকোট গ্রামের সরকার বাড়ি মসজিদের পাশে। বিকেল সাড়ে ৩টায় স্থানীয়রা সুমাইয়া আফরুজকে দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ ফারহানা ইসলাম তাকে মৃত: ঘোষণা করেন। নিহত সুমাইয়া পদ্মকোট গ্রামের রিক্সা শ্রমিক আব্দুল আউয়ালের মেয়ে।
পদ্মকোট বাজারের প্রত্যক্ষদর্শি কাঠমিস্ত্রি জুয়েল মিয়া জানান, পদ্মকোট গ্রামে একটি ঈদগাঁহ প্রতিষ্ঠার লক্ষে এলাকার সভা শেষে আগতদের বিরানীর প্যাকেট বিতরণ করার সময়, বিরানী নিতে এসে শিশু ফারজানা সড়কের পাশে দাড়িয়েছিল। এসময় উপজেলার চরবাকর মনির ব্রিক্স ফিল্ডের ইট বহনকারী একটি দ্রুতগামী ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত হলে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে ডা. মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে শনিবার বিকেলে দেবীদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নয়ন মিয়া জানান, সড়ক দূর্ঘটনায় শিশু নিহতের বিষয়ে এখনো পর্যন্ত কেউ মৌখিক বা লিখিত অভিযোগ করেনি।