প্রকাশ: ২৪ জুলাই ২০২৫, ১৭:৫৩
রাজবাড়ীর গোয়ালন্দে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫-এ কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) বেলা সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করেন শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা।
ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ উপজেলা পরিষদের সামনে এই মানববন্ধনে অংশ নেয় গোয়ালন্দের ২০টি কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষক, শতাধিক শিক্ষার্থী এবং তাদের অভিভাবকরা। তারা হাতে প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে তাদের দাবির পক্ষে বিভিন্ন স্লোগান দেন।
মানববন্ধনে বক্তব্য দেন গোয়ালন্দ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি মামুনুর রশিদ, অধ্যক্ষ খন্দকার আব্দুর রউফ, শহিদুল ইসলাম, আজিম ইসলাম, মো: সেকেন্দার, মো: নাহিদুল ইসলাম, শফিকুর রহমান ও আসলাম খানসহ আরও অনেকে।
বক্তারা বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশাপাশি কিন্ডারগার্টেন স্কুলেও হাজার হাজার শিক্ষার্থী পড়াশোনা করে, কিন্তু তাদেরকে বৃত্তি পরীক্ষার সুযোগ থেকে বঞ্চিত করা হচ্ছে। এটি শিক্ষা ক্ষেত্রে এক ধরনের বৈষম্য, যা স্বাধীনতা-উত্তর বাংলাদেশে কাম্য নয়।
তারা অভিযোগ করেন, যারা জুলাই আন্দোলনের মাধ্যমে এই সরকার গঠনে ভূমিকা রেখেছে, সেই আন্দোলনের মাসেই শিক্ষাক্ষেত্রে এমন বৈষম্য মেনে নেওয়া যায় না। শিক্ষার ক্ষেত্রে সমতা নিশ্চিত করা না গেলে দেশের ভবিষ্যৎ ঝুঁকির মুখে পড়বে।
বক্তারা দাবি করেন, শুধু সরকারি স্কুল নয়, শিক্ষা উন্নয়নের স্বার্থে সব ধরনের বিদ্যালয়কে প্রাথমিক বৃত্তি পরীক্ষার আওতায় আনতে হবে। কিন্ডারগার্টেন শিক্ষার্থীরাও সমান সুযোগ প্রাপ্য, কারণ তারাও জাতির ভবিষ্যৎ নির্মাতা।
এ সময় বক্তারা শিক্ষাব্যবস্থায় এই বৈষম্য দূর করতে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য প্রধান উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টার জরুরি হস্তক্ষেপ কামনা করেন। একই সঙ্গে দাবিগুলো মেনে না নিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।
তাদের ভাষায়, গোটা বাংলাদেশের বেসরকারি প্রাথমিক ও কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষার্থীদের নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে যদি এই বৈষম্যমূলক ব্যবস্থা প্রত্যাহার না করা হয়। আন্দোলনের মাধ্যমে প্রাথমিক শিক্ষার সমতা নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না বলেও ঘোষণা দেন।