প্রকাশ: ২৪ জুলাই ২০২৫, ১৮:১২
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের পাহাড়ি সড়কে আকস্মিক ধস নামায় বুধবার গভীর রাতে বন্ধ হয়ে যায় যান চলাচল। টানা বর্ষণের ফলে অন্তত তিনটি স্থানে ধসে পড়া পাহাড়ের মাটি ও গাছগাছালিতে আটকা পড়ে শত শত যানবাহন ও পর্যটক।
জানা গেছে, দুর্ঘটনার সময় সাজেকে অবস্থানরত প্রায় ৪২৫ জন পর্যটক আটকা পড়েন। বৃহস্পতিবার ভোর থেকে সাজেকের সঙ্গে খাগড়াছড়ির সড়ক যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এতে চরম ভোগান্তির মুখে পড়েন পর্যটকরা।
সকালে খবর পাওয়ার পর সেনাবাহিনী, ফায়ার সার্ভিস, সড়ক বিভাগ এবং স্থানীয় প্রশাসন যৌথভাবে উদ্ধারকাজে নামে। তারা একযোগে কাজ করে ধসে পড়া মাটি ও গাছপালা অপসারণে মনোযোগী হন।
চলমান প্রচেষ্টায় বিকেল নাগাদ সড়ক থেকে সব প্রতিবন্ধকতা সরিয়ে নেওয়া সম্ভব হয়। এর ফলে পর্যটন কেন্দ্র সাজেকের সঙ্গে পুনরায় স্বাভাবিক যোগাযোগ স্থাপন হয় এবং পর্যটকদের মধ্যে স্বস্তি ফিরে আসে।
সাজেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং সংশ্লিষ্ট প্রশাসনের একাধিক সূত্র জানায়, সব পর্যটক এখন নিরাপদে আছেন এবং তাদের গন্তব্যে ফিরিয়ে দেওয়ার কাজ চলছে।
পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত পর্যবেক্ষণ, জরুরি পরিস্থিতি মোকাবেলার প্রস্তুতি ও বিকল্প যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা।
প্রতিবছর বর্ষাকালে সাজেকসহ পার্বত্য এলাকায় পাহাড় ধসের ঘটনা ঘটে থাকে। ফলে সড়ক যোগাযোগে বিঘ্ন ঘটে এবং প্রাকৃতিক বিপর্যয়ের ঝুঁকি বেড়ে যায়।
উল্লেখ্য, সাজেক ভ্যালি বাংলাদেশের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র। এখানকার অপার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিন হাজার হাজার পর্যটক ছুটে আসেন দেশ-বিদেশ থেকে।