প্রকাশ: ১১ আগস্ট ২০২৫, ১০:৫৪
ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলায় অনুষ্ঠিত পথসভায় জামায়াতে ইসলামের আমির ও ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাও. মোবারক হোসাইন আকন্দ বলেছেন, মাদক সেবনকারীদের দ্বারা মাদক নির্মূল সম্ভব নয়। তিনি দাবি করেন, জামায়াতের কোন স্তরের কর্মীরা মাদক সেবন করে না এবং দলটি ক্ষমতায় এলে সমাজ থেকে মাদক নির্মূল করা সম্ভব হবে। রবিবার বিকেলে সরাইল উপজেলা জামায়াত ইসলামের উদ্যোগে গণসংযোগ শেষে উচালিয়াপাড়া চৌরাস্তা মোড়ে পথসভায় তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, সরাইলের মানুষ জামায়াতের প্রার্থীকে বিজয়ী করলে এই অবহেলিত অঞ্চলকে মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা হবে। উন্নয়ন ও সুশাসনের মাধ্যমে সরাইলকে এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি।
মাও. মোবারক হোসাইন দুর্নীতির প্রসঙ্গে বলেন, যারা দুর্নীতিকে প্রশ্রয় দেয়, তাদের দ্বারা দেশ কখনো দুর্নীতিমুক্ত হতে পারে না। দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদের দিয়ে দুর্নীতিমুক্ত সমাজ গঠন সম্ভব নয়। তাই দুর্নীতি দূর করতে হলে দুর্নীতিমুক্ত ও সৎ নেতৃত্বের প্রয়োজন।
সরাইল উপজেলা জামায়াতে ইসলামের আমির মো. এনাম খানের সভাপতিত্বে এবং উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. নুরুজ্জামান জাবেদের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের যুব ও আইন বিষয়ক সম্পাদক কাজি সিরাজুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সাবেক আমির মাওলানা কুতুব উদ্দিন, সহকারী সেক্রেটারি তারিকুল ইসলাম তারেক, সদর ইউনিয়ন সেক্রেটারি বরকত উল্লাহ, শাহজাদাপুর ইউনিয়ন সভাপতি গিয়াস উদ্দিন, অরুয়াইল ইউনিয়ন সভাপতি ইসমাইল হোসেন, শাহবাজপুর ইউনিয়ন সভাপতি বদরুল আলম, কালিকচ্ছ ইউনিয়ন সভাপতি রহমত আলী এবং নোয়াগাঁও ইউনিয়ন সভাপতি আমিরুল ইসলাম।
সভায় বক্তারা সমাজ থেকে মাদক, দুর্নীতি ও অন্যায় দূর করতে ইসলামী মূল্যবোধভিত্তিক রাজনীতির প্রয়োজনীয়তার ওপর জোর দেন। তারা জনগণকে আসন্ন নির্বাচনে সৎ ও যোগ্য প্রার্থীকে বেছে নেওয়ার আহ্বান জানান।
গণসংযোগ কর্মসূচিতে সরাইল বাজারসহ উপজেলার বিভিন্ন স্থানে ব্যাপক সাড়া পাওয়া যায় বলে আয়োজকরা জানান। নেতা-কর্মীরা স্থানীয় জনগণের সঙ্গে কথা বলে জামায়াতের উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন।
দিনব্যাপী এই কর্মসূচিতে বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতি সরাইলের রাজনীতিতে নির্বাচন ঘিরে নতুন আলোচনার জন্ম দিয়েছে।