প্রকাশ: ১৫ আগস্ট ২০২৫, ১০:৫০
ভারতের জম্মু ও কাশ্মীরের দুর্গম কিশতোয়ার জেলার চাশোটি এলাকায় আকস্মিক বন্যা ও ভূমিধসে ভয়াবহ মানবিক বিপর্যয় নেমে এসেছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুরে পাহাড়ি অঞ্চলে হঠাৎ প্রবল বৃষ্টিপাত ও মেঘ বিস্ফোরণে পাহাড়ি ঢাল থেকে তীব্র স্রোত নেমে আসে। মুহূর্তের মধ্যে এই স্রোত নিচু এলাকা তলিয়ে দেয় এবং ঘরবাড়ি, দোকানপাট ও অবকাঠামো ধ্বংসস্তূপে পরিণত হয়। এতে অন্তত ৪৬ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনী (সিআইএসএফ)-এর দুই কর্মীও রয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ১০০ জন এবং বহু মানুষ এখনো নিখোঁজ।